শীতকালের রাতগুলো কাটতে যে চায়না লিখছি এই চিঠি তাই যে তোকে
বাড়ির পেছনের বস্তিটা নিঃস্তব্দ হঠাৎ আজ রাতে কেন, কে জানে
শুধু মসজিদ থেকে ভেসে আসা বেসুরো প্রার্থনা লাগছে ভালো কেন জানিনা
মনে পড়ে যাচ্ছে ফেলে আসা কথা, ফেলে আসা ব্যথা হঠাৎ তোরে।
অমল এসেছিল অনেক কথা হলো, হাফ বোতল রাম এখনো আছে
নন্দা ভালোই আছে, নাঠক করেনা সে, নতুন করে জীবন সাঁজাচ্ছে
আর আমি এখনো যে করছি অভিনয়, খান দু'য়েক ছবি মৃণাল সেনের
স্বপ্না গিয়েছিল বেড়াতে, দেখা হয় তোর সাথে,
বললে তুই ভালোই আছিস, শুধু টুথব্রাশ নিয়ে পকেটে
অন্য কিছু একটা করবো বলে সবাই চরস খেলাম, কেউ চুল কাটিনি
লাল বইটা লুকিয়ে পড়ার সময় ভবিষ্যতের কথা কেউ ভাবিনি
রাস্তায় ছাত্রের নাঠকের পোস্টার মেরে, বব ডিলানে বঙ্গানুবাদটা করে
বাদল সরকারের মিছিলে দাড়িয়ে হারিয়ে গেলাম কে কোথায়
অমল তার ছেলের নাম রেখেছে বিমল, স্কুটার কিনেছে শ্বশুরের পয়সায়
রিতা ইন্দ্রজিতকে বিয়ে করেনি, ইন্দ্র চলে গেছে দূঃখে দুবাই
নন্দা এখনো মাঝ রাত্রিরে কাঁদে, ঘুমচ্ছে সে ঘুমের ঔষধ খেয়ে
আর আমি এখনো যে করছি অভিনয়, খান দু'য়েক ছবি, তাও মৃণাল সেনের
স্বপ্না গিয়েছিল বেড়াতে, দেখা হয় তোর সাথে,
বললে তুই একই আছিস, শুধু টুথব্রাশ নিয়ে পকেটে
অ্যালবমঃ অসময়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন