অঞ্জন দত্ত, জন্ম: জানুয়ারি ১৯, ১৯৫৩, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত। আরো জানতে
এই ব্লগটা অঞ্জনের গান প্রেমীদের জন্য। আমার হাতে এখন অফুরন্ত সময়, অঞ্জনের গান শুনছি, ভাবলাম লিখে রাখি, পড়া যাবে কিন্তু তাও হচ্ছেনা। পায়ের সাথে চোখের সমস্যায়ও ভুগছি। শুনে শুনে লেখা তাই ভুল থাকবেই, ক্ষমা চেয়ে নিচ্ছি।

কত শিক্ষা

কত শিক্ষা, কত বুদ্ধি, কত কোটি কোটি টাকার বদলে
বানিয়েছে বোমা আমার দেশ আমায় রক্ষা করবে বলে
সেই একই দেশে গোটে শহর যায় ভেসে বানের জলে
কিসের জন্য মানুষ চাঁদে যেতে চায়
যদি বছর বছর একই মানুষ বানের জলে ভেসে যায়
এত অংক কষা, এত যন্ত্রপাতি কিসের দায়

কোন হতাশায় বলেছিল হে রাম, মোহন দাস
সেই থেকে শুরু কী রাম বংশের পরিহাস
গেল ভেসে গেল রক্তে আমার পনেরই অগাস্ট
কোন সাহসে বুকে বোমা বাঁধে একটা তামিল মেয়ে
কিসের জন্য ধ্বংসের স্বপ্ন দেখে সে
নিভে গেল কেন তার চোখের আলো ঐ কচি বয়সে
কী লিখব, কী গাইব আমি আজ এ অসময়
কিসের জন্য তোমাদের এই জলসায়
আমার কলম থেমে যায় বারবার একই লজ্জায়
সত্যি কথা বলতে কি পারছি আমি তোমায়
আমার পঞ্চাশ বছরের স্বাধীনতা গেল কোথায়



অ্যালবামঃ অসময়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন