কে খালি পেটে কখন শুতে যায় তার খবর রাখিনা আর
কে কার ঘর কী দিয়ে সাঁজায় আমার খবর শনিবার
সব যাপসা হয়ে যায় যখন তখন, এটা কী সত্যি চালসে
না কী দেখছেনা চোখ আমার তেমন করে আর, হয় গেছে চোখ দুটো আলসে
রাজনীতি হয়ে গেছে নোংরামি তাই, নই ভিখ আমি আর নই
অস্তিত্ব জানান দেয় আমার মোবাইল, আমি আশ্বস্ত হই
বধীর হয়ে গেছে মান অপমানবোধ, শুধু পাই হাততালি শুনতে
না কী শুনছেনা কান আমার তেমন করে আর, হয়ে গেছে কান দুটো আলসে
ঠিক ভুল নিয়ে আর তর্ক করিনা ভাই, সাতে পাঁচে নেই কোন আর
নির্ঝঞ্ঝাটে মালা, বেলা বোস গাই, কারো লেঁজে পড়ে না যে পা
আছে গ্রামোফোন মুখে দিয়ে কুকুরের ছানাটা, ঠিকঠাক গান বেচে চলছে
তাই সময়ের স্রোতে গা ভাসিয়ে দিয়েছি আমি, আগের থেকে আলসে
কে কোথায় রাস্তায় হাটু মুড়ে কেঁদে যায়, করিনা যে তার খেয়াল
চল্লিশ পাড় হয়ে গেছে তাই জগতটা এখন চার দেয়াল
শুধু যাপসা হয়ে যায় মাঝে মাঝে সব, এটা কি সত্যি চালসে
নাকী দেখছেনা চোখ, শুনছেনা কান, হয়ে গেছে সবকিছু আলসে... চলুক
অ্যালবামঃ অসময়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন