অঞ্জন দত্ত, জন্ম: জানুয়ারি ১৯, ১৯৫৩, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত। আরো জানতে
এই ব্লগটা অঞ্জনের গান প্রেমীদের জন্য। আমার হাতে এখন অফুরন্ত সময়, অঞ্জনের গান শুনছি, ভাবলাম লিখে রাখি, পড়া যাবে কিন্তু তাও হচ্ছেনা। পায়ের সাথে চোখের সমস্যায়ও ভুগছি। শুনে শুনে লেখা তাই ভুল থাকবেই, ক্ষমা চেয়ে নিচ্ছি।

দার্জিলিং

খাদের ধারের রেলিঙটা
সেই দুষ্টু দু ধ সিড়িংটা
আমার শৈশবের দার্জিলিংটা
জানলার কাছে টপকে পেয়ে
ছবি এঁকেছি নিঃশ্বাসে
পাহাড় আঁকা কত সোজা
হারিয়ে গেছে সেই ড্রয়িং খাতা

চারটা ঠোঁটের ভালাবাসা
খুদে চোখে কত আশা
যখন তখন সাদা কুয়াশা
খাদে নেমে প্রথম সিগারেট
সেখান থেকে স্কুলের গেট
দশ মিনিট দৌড়ে নইলে লেট
রোল কল হয়ে গেছে এবার বেত

ঘুম সোনাদা ঘুম পেরিয়ে
একা বেকা রাস্তা ধরে
যখন তখন পৌছে যাওয়া যায়
কিন্তু সেই দু ধ সিড়িংটা
হারিয়ে গেছে যে আজ কোথায়
খাদে নামতে আজ ভয় করে
নেই যে কেউ আর হাতটাকে ধরার

৪টি মন্তব্য:

  1. যা খুশি লিখে দিলেই হলো? আগে কান টা পরিষ্কার করে গানটা শুনুন। তারপর lyrics পোস্ট করবেন।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. http://28.webmusic.pw/music/bengali/artist/a/anjan_dutta/shunte_ki_chao/(webmusic.in)_Darjeeling.mp3

      দয়া করে আপনি শোনে দেখুন-কেমন? হয়তো কিছু শব্দ বুঝতে আমার সমস্যা হয়েছে- সে গুলো বোল্ড করে দেয়া আছে। ধন্যবাদ।

      মুছুন
    2. গানের কান না থাকলে lyrics লিখবেন না

      মুছুন
    3. দয়া করে আপনিও শোনে দেখুন।

      http://webmusic.live/download.php?qHs=aHR0cDovLzUwLjcuMTE3LjY2L3NnbS8yOC9tdXNpYy9iZW5nYWxpL2FydGlzdC9hL2FuamFuX2R1dHRhL3NodW50ZV9raV9jaGFvLyh3ZWJtdXNpYy5pbilfRGFyamVlbGluZy5tcDM=&s=4.23

      মুছুন