একটা সবুজ রঙের সেলোয়ার - জয়িতা
একটা কোন মতে টিকে থাকা সংসার - জয়িতা
একটা নড়বড়ে সিড়ি বেয়ে তিনখানা ঘর - জয়িতা
ডাক্তার লেন একশ চার
বাবা তার পেনশন নিয়ে ঘরে পঙ্গু - জয়িতা
মা তার হারিয়ে গেছে আকাশে - জয়িতা
ছোট ভাই নেক আছে অভিনেতা হবে - জয়িতা
ডাক্তার লেন একশ চার
তাই বয়সের সাথে সাথে বাড়ছে দায়িত্ব - জয়িতা
পড়তে বসেনা সে আর তার জানালায়
স্কুল থেকে নাম কাটা গেছে গত মাসে - জয়িতা
এখন সে সুরচিত রান্না করতে যায়
ইংরেজীতে পেত একশতে তিরাশি - জয়িতা
জ্যামিতিতে ছিল তার ঊনআশি - জয়িতা
তাই মাঝে মাঝে রাত্রিরে কান্না পেয়ে যায় - জয়িতা
ডাক্তার লেন একশ চার
রোজ সাত-সকালে উঠে কাজে চলে যেতে হয় - জয়িতা
সবুজ রঙের সেলোয়ার ছেড়া চটি পায়
ষোল বছরে সে স্বাবলম্বী - জয়িতা
ডাক্তার লেন একশ চার
আমি উল্ঠো দিকের জানালায় বসে - জয়িতা
সঙ্গী আমার একটা গীটার - জয়িতা
কখন যে মনে মনে চেয়েছি তোমাকে - জয়িতা
কখন যে গেয়ে ফলি আরও একটা গান
ডাক্তার লেন একশ চার
জয়ি জয়ি জয়িতা
ডাক্তার লেন একশ চার
জয়ি জয়ি জয়িতা আমার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন