ভেঁজা ভেঁজা কুয়াশায় রেলিং খাদের ধারে
ছোট্ট ছেলের দল লাল সুয়েটার গায়
ইশকুল ব্যাগ নিয়ে ইশকুলে যাবে না
কেটে যাবে সারাদিন দার্জিলিং এর রাস্তায়।
হঠাৎ কুয়াশা, হঠাৎ কাঞ্চনজংগা
ডাকছে তাদের আয় ছুটে আয়
সহজেই খাদ বেয়ে নেমে যাওয়া যাচ্ছে
আজ কেটে যাবে সারা দিন দার্জিলিং এর রাস্তায়।
ছুটে গিয়ে উঠে পড়া যাচ্ছে রেলগাড়ি
ঝুলে ঝুলে চলে যাওয়া যাচ্ছে বাদাসিয়া
পাহাড়ি ঝর্ণাটা ঘিরে লুকোচুরি
হঠাৎ বৃষ্টি ভিঁজে যায় লাল সুয়েটার।
সারি সারি পাইন গাছের শুকনো পাতা
আছে একটা কাঠি আর একটা ভিঁজে দেশলাই
ছিড়ে নিয়ে দুটো অংকের খাতার পাতা
জ্বলবে আগুন, ঠিকই জ্বলবে ভাই।
লাল সুয়েটার স্যাঁতসেঁতে রয়ে যাবে গায়ে
ব্যাগের ভিতর স্যাঁতসেঁতে বই খাতা
তবু মনের ভিতরে ঝলমলে রোদ্দুর নিয়ে
আজ কেটে যাবে সারাদিন দার্জিলিং এর রাস্তায়।
গায়ের সুয়েটার শুকিয়ে যাবে গায়ে
জ্বর এসে যাবে ঠিক ভোর বেলায়
আরও একদিন ইশকুল যেতে হবেনা
কেটে যাবে দিনটা দার্জিলিং এর রাস্তায়
আরও এক দিন সেই দার্জিলিং এর রাস্তায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন