অঞ্জন দত্ত, জন্ম: জানুয়ারি ১৯, ১৯৫৩, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত। আরো জানতে
এই ব্লগটা অঞ্জনের গান প্রেমীদের জন্য। আমার হাতে এখন অফুরন্ত সময়, অঞ্জনের গান শুনছি, ভাবলাম লিখে রাখি, পড়া যাবে কিন্তু তাও হচ্ছেনা। পায়ের সাথে চোখের সমস্যায়ও ভুগছি। শুনে শুনে লেখা তাই ভুল থাকবেই, ক্ষমা চেয়ে নিচ্ছি।

খাতা পেন্সিল

নেই খাতা পেন্সিল
নেই ইশ্কুলে যাওয়া নেই
নেই পাশ ফেল
তবু নাকে মুখে কালি আছে
সকাল বিকেল
আছে ডিজেলের ধুয়া
আছে মবিলের তেল।


যার আছে পেন্সিল
ইশ্কুলে যায়
লেখা, লেখা, লেখা পড়া করে যারা
গাড়ি ঘোড়া চড়ে যায়
আমার নেই পেন্সিল
গাড়ি জুটবেনা তাই
অন্যের গাড়ি ঘোড়া
তাই সারাতে হয়


গ্যারেজেতে গাড়ি আছে
সারি সারি থাক থাক
নিয়ম যেমন আছে
আছে নিয়মের ফাঁক
পেন্সিল না থেকেও
গাড়ি ঘোড়া চড়া যায়
শম্বুর গ্যারেজে এসে
দেখে যাও ভাই।


গ্যারেজেতে বাইক আছে
আছে বাইকের তেল
করছে কী করছে না
বাইকের ব্রেক ফেইল
বাইকের চাবি আছে
চল মারি চক্কর
কেউ, কেউ ধরা পড়বে না
কেউ যাবে নাতো জেল।


ডাক নাম সুলোয়া
ভাল নাম সুলেমান
নেই কোন পদবী
আছে শুধু সুলেমান
আছে, মেঘ আছে আকাশে
নেই জামার বোতাম
চল, চল যাই ঘুরে আসি
কিরিটি শ্মশাণ।


চুলে হাওয়া লাগলেই
খুলে যায় মন
সরে সরে যায় রাস্তা
সরে সরে লোকজন
বদলায় বিকেলটা
কিছুক্ষণ
বদলায় কপালটা
বদলায় জীবন।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন