অঞ্জন দত্ত, জন্ম: জানুয়ারি ১৯, ১৯৫৩, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত। আরো জানতে
এই ব্লগটা অঞ্জনের গান প্রেমীদের জন্য। আমার হাতে এখন অফুরন্ত সময়, অঞ্জনের গান শুনছি, ভাবলাম লিখে রাখি, পড়া যাবে কিন্তু তাও হচ্ছেনা। পায়ের সাথে চোখের সমস্যায়ও ভুগছি। শুনে শুনে লেখা তাই ভুল থাকবেই, ক্ষমা চেয়ে নিচ্ছি।
ছোট বাক্স
এই গানটি আমার লেখা নয়। এটি বিশ্ব বিখ্যাত গীতিকার এবং গায়ক পীট সিগারের একটি গান থেকে অনুপ্রাণিত। নিজের মত করে রুপান্তরটা খুব একটা জুতসই হয়নি, কিন্তু মূল গানটা এতই ভাল লাগে সাহস করে গেয়ে ফেললাম।
ছোট বাক্স, ছোট বাক্স
কত বাক্সের এই শহরে
কত স্বপ্ন, কত হতাশা
ছোট বাক্সের ভিতরে।
ছোট ছোট মন
বড় হয়ে যায়
ছোটদের জন্ম দিয়ে যায়,
যারা বড় হয়ে ঢুকে পড়ে
সেই একই বাক্সের ভিতরে।
কেউ ডাক্তার, কেউ মাষ্টার
কেউ করেনা কোন রোজগার,
কিন্তু সবই একই বাক্স
সবই একই রকমের।
ছোট বাক্স, কত বাক্স
ছোট বাক্সের এই দুনিয়ায়
কত তোড়জোড়, কত আয়োজন
ছোট বাক্সের ভিতরে।
কেউ আমেরিকা, কেউ পাকিস্তান
কেউ ভারত, উজবেকিস্তান
কিন্তু সবই একই বাক্স
আরেকটা বাক্সের ভিতরে,
কোনটা হলদে, কোনটা খয়েরী
কোনটা সবুজ, কোনটা বেগুনি
কিন্তু সবই একই বাক্স
সবই এক রকমের।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন