ক্রমশ হচ্ছো তুমি বড়
একটু একটু করে রোজ,
ক্রমশ হচ্ছো সরবর
অংক, ইতিহাস ভুগোল।
মোজাটা ছোটখাট হলেও
জগতটা ছোটখাট নয়,
তোমার লেখা-পড়ার বাইরে
রোজ কত কিছু হয়।
তুমি জানছো সব কিছুই
জানচ্ছে বাবা-মা, টিভি,
এখন প্রশ্ন হলো একটাই
তোমার নিজের মতটা কী।
তোমার মতামত জরুরী
হোক তা বড়দের ব্যাপার,
কারণ তুমিও হচ্ছো বড়ো
জগতটা ক্রমশ তোমার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন