অঞ্জন দত্ত, জন্ম: জানুয়ারি ১৯, ১৯৫৩, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত। আরো জানতে
এই ব্লগটা অঞ্জনের গান প্রেমীদের জন্য। আমার হাতে এখন অফুরন্ত সময়, অঞ্জনের গান শুনছি, ভাবলাম লিখে রাখি, পড়া যাবে কিন্তু তাও হচ্ছেনা। পায়ের সাথে চোখের সমস্যায়ও ভুগছি। শুনে শুনে লেখা তাই ভুল থাকবেই, ক্ষমা চেয়ে নিচ্ছি।

লা পালোমা জনি

জনাতন দে ডাকে সবাই তাকে বলে জনি
তার কুকুরের নাম কেন কিট কেউ জানে না
কিটকে নিয়ে কিটকিটে বুড়ো জনি
কুড়িয়ে কুড়িয়ে পাড় হয়ে যায় রাস্তা
সারাদিন, রাতে নেশা করে কুপোকাত বুড়ো জনি
সকাল সন্ধ্যে যখন তখন
যদি রাতের আকাশ দেয় বৃষ্টির আভাস কোন দিন
বেজে ওঠে হঠাৎ জনির গ্রামোফোন


লা পা লো মা লা লা
লা লা লা..................


চল্লিশ বছর আগেকার জনাতন জনি
টানটান শরীরে শুধুই ভালবাসা
নাচলে পরে যেত থমকে আমার শহর
জিন ক্যালি আমার কালছে কলকাতায়,
আমার ছোট্ট বেলার সেই লুকিয়ে ফেলা ম্যাকিনি
সপ্তপদী কত কত কখনো মেঘ
তারই হাত ধরে নাচতে শিখেছিল ওয়ান টু চা চা চা
উত্তম কুমার সচিত্রা সেন




লা পা লো মা লা লা লা
লা লা লা.......


আজ বুড়িয়ে গিয়ে তাই কুড়িয়ে হাটে জনি
আসে নাতো কেউ আর শিখতে তার কাছে নাচ
শুধু ফার্নিচারে জমে ওঠে অসংখ্য ধুলো
আর কার্ণিশে গজায় এলোমেলো বট গাছ,
তবু রাতের আকাশ যদি বৃষ্টির আভাস দেয় কোন দিন
বেজে ওঠে জনির ভাঙাচোঙা গ্রামোফোন।
দেয়ালে নাচে পাগলা জনির ছায়া
একলা নাচে পাগলা জনির মন।


লা লা....... লা লা লা.....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন