এক যে ছিল গোরা, এক যে ছিল কলকাতায়
সে করতো শুধু গান, কথায় কথায়
সেই এক যে ছিল গোরা, এক যে ছিল একটা দল
দলে দলে তারা, গানে গানেই মাতাল
কেউ শোনুক নাইবা শোনুক, নাইবা জানুক তারা কে
গোরা গাইত নিজের গান, গাইতো নিজের তাগিদে।
গোরা করে নি পরোয়া, পড়োয়া সময়কে
গাইত সময়ের গান, গাইত অনেক এগিয়ে
গোরার জন্ম সমুদ্দুরে, জন্ম থেকেই সে উত্তাল
গোরা বড়ই বাউন্ডুলে, গানে গানেই মাতাল
তাকে পোষ মানানো যায়নি, তাকে যায়নি শেখাতে
এই কলকাতা শহরে, বেঁচে থাকার হিসেব।
গোরা গাইতো শুধু গান, চায় নি গান বেচতে
তাই বেচাকেনার ভিড়ে, গোরা যায় নি দৌড়তে
গোরা চায়নি হতে মানুষ, চায় নি ধরা সে দিতে
তাই মানুষের হিসেবে, গোরা চায় নি বদলাতে
এবার আসল কথায় আসি, এটা গোরার গপ্প নয়
গোরা আমাদের ভিতরে, লুকিয়ে রাখা পরিচয়।
যদি পথ হারিয়ে তোমার হঠাৎ কান্না পায়
হয়তো খুজে পাবে গোরা, তোমার মনের দরজায়
আমি দেখেছি সেই গোরা, যাকে পোষ মানানো দায়
তোমার চোখের ভিতর, তোমার কলকাতার রাস্তায়
আমার আপোষ করা মনের ভিতর লুকিয়ে রাখা গান
গাইতো এক যে ছিল গোরা, এক যে ছিল গৌতম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন