অঞ্জন দত্ত, জন্ম: জানুয়ারি ১৯, ১৯৫৩, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত। আরো জানতে
এই ব্লগটা অঞ্জনের গান প্রেমীদের জন্য। আমার হাতে এখন অফুরন্ত সময়, অঞ্জনের গান শুনছি, ভাবলাম লিখে রাখি, পড়া যাবে কিন্তু তাও হচ্ছেনা। পায়ের সাথে চোখের সমস্যায়ও ভুগছি। শুনে শুনে লেখা তাই ভুল থাকবেই, ক্ষমা চেয়ে নিচ্ছি।

যার একটা নাম

অস্ট্রলিয়া থেকে উড়িষ্যা
দূরত্বটা কত জানি না
তবে যিশুর থেকে রামের দূরত্ব
নেই যে কোন, আমি জানি তা।

আমায় জানিয়ে দিয়ে গেছে যুগে যুগে
রক্তে মাখা কত অভিমান
কেউ পোষ কাঠকে কেরোসিনে পুড়ে
ব্রায়ান স্টুয়ার্ড স্টাইন আরেকটা নাম।

বাড়ছে প্রেমের সৈনিকদের তালিকা
জানছি আমি ফিরে ফিরে বারবার
দু'হাজার বছর আমার সভ্যতা
ইতিহাসটা বড়ই লজ্জার।

সেই আকাশ ভরা লজ্জা বুকে নিয়ে
শুরু নতুন শতাব্দি আমার
যেখানে ছ'বছরের শিশু একটা শহীদ
যেখানে ফিলিপ স্টুয়ার্ড স্টাইন আরেকটা নাম।

তাই মানুষ খুজে যাই উড়িষ্যায়
তাই মানুষ খুজে যাই অযোধ্যায়
সেই মানুষ খুজি ভ্যাটিকান শহরে
সেই মানুষ খুজে পাই কেউন জুড়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন