অঞ্জন দত্ত, জন্ম: জানুয়ারি ১৯, ১৯৫৩, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত। আরো জানতে
এই ব্লগটা অঞ্জনের গান প্রেমীদের জন্য। আমার হাতে এখন অফুরন্ত সময়, অঞ্জনের গান শুনছি, ভাবলাম লিখে রাখি, পড়া যাবে কিন্তু তাও হচ্ছেনা। পায়ের সাথে চোখের সমস্যায়ও ভুগছি। শুনে শুনে লেখা তাই ভুল থাকবেই, ক্ষমা চেয়ে নিচ্ছি।

হাফ চকলেট

মনে মনে গান গেয়ে যাচ্ছি, খালি পেট
তুমি অন্য দিনের মতো, ইনফেয়ারেপলি লেট
আজ আর আমি ছাড়বনা, পকেটে রাখতে পারব না
তোমার জন্য রেখে দেওয়া হাফ চকলেট।

তুমি ভাবছ নিজেকে কি সংগীতা
এই চৌরাস্তা ছেড়ে, চলে যেতে পারি না
আজকে তোমার ভাঙবে ভুল
চখে দেখবে সর্ষে ফুল
থাকবে মনে চিরকাল এই ডেট।

আমি ভেবে দেখেছি, ভেবে কোন লাভ নেই আর
কখন কী মর্জি হয় হঠাৎ তোমার
আজ দেয়ালের সৌরভ গাঙ্গুলি
কাল লিওনার্দো ডিকেপ্রিও
তার ফাকে ফাকে আমার চকলেট।

এভাবে আর চলব না আমি নো, নো ওয়ে
তুমি যতই চিঠি লিখে যাও, রিকি মার্টিন কে
কেউ উত্তর দেবে না তােমায়,
থাকতে হবে এই কলকাতায়
তখন চাইলেও পাবে না, আমার চকলেট।

ভাবছি, খেয়ে ফেলছি চকলেটটা
আমি যাচ্ছি, ছেড়ে যাচ্ছি চৌরাস্তা
এখন মন আমার আর গলবে না
তুমি যতই খুজ মিলবে না
আমার মতো মনবিদ এই শহরে।

তুমি ভাবছো নিজেকে কি সংগীতা
তোমাকে ছেড়ে থাকতে পারব না
আজকে তোমার ভাঙবে ভুল
তখন চখেতে দেখবে সর্ষেফুল
থাকবে মনে চিরকাল এই ডেট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন