অঞ্জন দত্ত, জন্ম: জানুয়ারি ১৯, ১৯৫৩, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত। আরো জানতে
এই ব্লগটা অঞ্জনের গান প্রেমীদের জন্য। আমার হাতে এখন অফুরন্ত সময়, অঞ্জনের গান শুনছি, ভাবলাম লিখে রাখি, পড়া যাবে কিন্তু তাও হচ্ছেনা। পায়ের সাথে চোখের সমস্যায়ও ভুগছি। শুনে শুনে লেখা তাই ভুল থাকবেই, ক্ষমা চেয়ে নিচ্ছি।

কলকাতা ১৬

এ সন্ধ্যের শহর আমার
যে রাস্তায় নিয়ন একাকার
এ রাস্তা বড়ই পুরনো
রাস্তা আমার ছেলেবেলা
এখান থেকে স্বপ্ন দেখা
আলো আঁধারি রেস্তোরায়
এ কলকাতা ১৬ আনার
এ কলকাতা ১৬ আমার।

এখানটাতেই প্রথম দেখা
আমার প্রথম প্রেমিকার
হাত ধরে হাটছে অন্য কেউ
হঠাৎ বড় হয়ে যাওয়া
যন্ত্রণা ভুলতে শেখা
কান্নাটা গিলতে শেখা
ঘুরে ঘুরে ফিরে এই রাস্তা
ভালবাসা খুজে পাওয়া
এ কলকাতা ১৬ আনার
এ কলকাতা ১৬ আনার
এ কলকাতা ১৬ আনার
এ কলকাতা ১৬ আমার।

এখনো কত শনিবার
মুখোমুখি সেই রেস্তোরায়
আলো আঁধারে আমার
ভালবাসার হাত ধরা যায়
এখনো রাতের আকাশ লাল
এখানে বন্ধুত্বের চোখ মাতাল
এখানে মনের ভিতরে এখনো
এখানে বাঁজানো যায় আমার গীটার
এ কলকাতা ১৬ আনার
এ কলকাতা ১৬ আনার
এ কলকাতা ১৬ আনার
এ কলকাতা ১৬ আমার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন