অঞ্জন দত্ত, জন্ম: জানুয়ারি ১৯, ১৯৫৩, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত। আরো জানতে
এই ব্লগটা অঞ্জনের গান প্রেমীদের জন্য। আমার হাতে এখন অফুরন্ত সময়, অঞ্জনের গান শুনছি, ভাবলাম লিখে রাখি, পড়া যাবে কিন্তু তাও হচ্ছেনা। পায়ের সাথে চোখের সমস্যায়ও ভুগছি। শুনে শুনে লেখা তাই ভুল থাকবেই, ক্ষমা চেয়ে নিচ্ছি।
হ্যালো বাংলাদেশ
হ্যালো, আমায় শুনতে পাচ্ছো কি
মনে আছে কি সেই টেলিফোনের গান
চলো হয়ে যাক গানে গানে একাকার আবার
তোমার আমার আসমান
এই দুরাভাষে বারবার ফিরে ফিরে আসা
একি অদ্ভুত ভালবাসার টান
চলো হয়ে যাক এই রাত তোমার আমার
আবার নতুন একটা গান
হ্যালো বন্ধু আমার, এই দূরে দূরে থাকা হোক শেষ
গানে গানে কেটে যাবে আরো একটা রাত
হ্যালো, হ্যালো বাংলাদেশ
আমার শহরের ছোটখাট ব্যথা নিয়ে আমার সাদামাটা গান
মালা বেলা বোসের কান্নার সুর, ছোটখাট মান অভিমান
আজ তোমার শহরের নিয়ন আলোর ব্যথা শুনতে যে চায় এই মন
জানি তোমার ঘরেও লুকিয়ে কাঁদছে কত সাবিনা কি রুবিনা খাতুন
হ্যালো বন্ধু আমার, এই দূরে দূরে থাকা হোক শেষ
গানে গানে কেটে যাবে আরো একটা রাত
হ্যালো, হ্যালো বাংলাদেশ
ঝাপসা হয়ে গেছে শহর দু'জনার, এখন রাত বারোটা
লুকিয়ে কাঁদছে কলকাতা এখনো, কাদঁছে কি তোমার ঢাকা
চলো কান্নায় বয়ে গিয়ে খুজে পাই আমাদের হারিয়ে যাওয়া পরিচয়
দুটো শহরতো আলাদা হতেই পারে তুমি আমি আলাদাতো নয়
হ্যালো বন্ধু আমার, এই দূরে দূরে থাকা হোক শেষ
গানে গানে কেটে যাবে আরো একটা রাত
হ্যালো, হ্যালো বাংলাদেশ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন