অঞ্জন দত্ত, জন্ম: জানুয়ারি ১৯, ১৯৫৩, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত। আরো জানতে
এই ব্লগটা অঞ্জনের গান প্রেমীদের জন্য। আমার হাতে এখন অফুরন্ত সময়, অঞ্জনের গান শুনছি, ভাবলাম লিখে রাখি, পড়া যাবে কিন্তু তাও হচ্ছেনা। পায়ের সাথে চোখের সমস্যায়ও ভুগছি। শুনে শুনে লেখা তাই ভুল থাকবেই, ক্ষমা চেয়ে নিচ্ছি।

ঢাকা 1215



1 2 1 5


402 গ্রীণ রোড ঢাকা 1215
লিখে লিখে হাত মন পেন ভেঙে গেছে কোন উত্তর আসেনি হায়


402 গ্রীন রোড একষট্টিটা চিঠি
কত ঈদ বড়দিন এলো, চলে গেল, কোন উত্তর আসেনি
জয়ি জয়ি জয়ি জয়ি জয়িতা আসমা জয়িতা
জয়ি জয়ি জয়ি জয়ি জয়িতা, ঢাকা 1215


মনে পড়ে কি সেই নিউ মার্কেটের হঠাৎ বেমক্কা
ধাক্কা লেগে পড়ে যায় সব কেনাকাটা, তুমি আর তোমার মা
ট্যাক্সি ডেকে দিয়ে ঠিকানার লেনদেন বাঙালীর লৌকিকতা
মিষ্টি হেসে তুমি চলে গেলে লিখে দিয়ে চিরকুটে ঠিকানা


৪০২ গ্রীণ রোড আদৌ কি আছে কোথাও
পার্ট ওয়ানে ফেল করে যাবো আমি ঠিক উত্তর যদি না দাও
হয়তো তোমার আছে বন্ধু অনেক সারা বাংলাদেশে ছড়িয়ে
তবে এইভাবে কেউ মনে রাখবেনা যেন সীমান্তের বেড়া পেরিয়ে
আছে পাসপোর্ট, আছে ভিসার হ্যাপা, ডলারের সমস্যা
তবু মনে মনে তুমি চলে আসতেই পারে আমাদের কলকাতা
দেশের দশের বিভেদ বারণ মানতে হবেনা
মনে মনে হাত ধরে চলো যাই চলে মনের ঠিকানা


জয়ি জয়ি জয়ি জয়ি জয়িতা আসমা জয়িতা
জয়ি জয়ি জয়ি জয়ি জয়িতা, ঢাকা 1215






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন