অঞ্জন দত্ত, জন্ম: জানুয়ারি ১৯, ১৯৫৩, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত। আরো জানতে
এই ব্লগটা অঞ্জনের গান প্রেমীদের জন্য। আমার হাতে এখন অফুরন্ত সময়, অঞ্জনের গান শুনছি, ভাবলাম লিখে রাখি, পড়া যাবে কিন্তু তাও হচ্ছেনা। পায়ের সাথে চোখের সমস্যায়ও ভুগছি। শুনে শুনে লেখা তাই ভুল থাকবেই, ক্ষমা চেয়ে নিচ্ছি।

লাকি আখন্দ


১৯৯৮, এপ্রিল মাস নাগাদ আমি প্রথম বাংলাদেশ যাই, গান গাইতে। ঢাকার ন্যাশনাল মিউজিয়াম অডিটোরিয়ামে আমাদের শো। প্রথম বার ঢাকা, হল ভর্তি শ্রোতা, দারুণ লাগছে। হঠাৎ শো এর মাঝামাঝি আমাদের জলসার উদ্যোগতা নিমা রহমান আমায় জানান যে হলে একজন শিল্পী উপস্থিত, যিনি একসময় খুবই জনপ্রিয় ছিলেন। তাকে আমি চিনি না, তার গানও কখনো শুনিনি। কিন্তু একেবারে নিছক আসর জমানোর উদ্দ্যেশে হঠাৎ তাকে মঞ্চে আসতে আহ্বান করলেন। তিনিও দিব্যি উঠে এলেন, এবং আমার সাথে গান বাঁজনা করতে শুরু করে দিলেন। যদিও তাকে যখন জিগ্যেস করেছিলাম আমার কোনটা গাইবো বলুনতো, তিনি বলেছিলেন আমার গান আদৌ শুনেন নি। দিব্যি গান হওয়া হলো, আসর জমে গেল। বহু বছর যে শিল্পী গান গাওয়া বন্ধ করে চুপ মেরে বসেছিলেন, হঠাৎ আবার গান গেয়ে উঠলেন। তারপর তার সঙ্গে তেমনভাবে আর কোন যোগাযোগ হয়নি। কিন্তু যে কারণে এসব কথাগুলি বলছি তা হলো, জীবনে খুব কমই আমি অন্য কোন শিল্পীর সঙ্গে গান গাইতে গিয়ে এতটা এনজয় করেছি। তাই ভাবলাম গল্পটা আপনাদের বলি।


দুজনেই থাকে দুটো দেশে
দুজনেই গান বেচে খায়
গানে গানে কোন এক মঞ্চে
হঠাৎ দেখা হয়ে যায়।
একজন বাজায় গীটার
আর একজন কী বোর্ড
একজন গান গেয়ে চলে
আর একজন দেয় সংগত,
মিলেমিশে একাকার হয়ে যায় গান
সে দিনের সেই জলসায়
একাকার হয়ে যায় ঠিকানা
কলকাতা কিংবা ঢাকায়।
এটা খুজে পাওয়ার গল্প
এটা গানের গল্প নয়
একজন খুজে পায় বন্ধু
আর একজন হয়তোবা ভাই।


ব্যাক স্টেজে সিগারেট লেনদেন
তাড়াহুড়ো করে পরিচয়
টুকরো হাসি আর হ্যান্ডশেক
তারচেয়ে বেশি কিছু নয়।
তবু মনে মনে সব বাঁধা পেরিয়ে
কত কিছু যায় ঘটে যায়
মুখে তারা কিচ্ছু না বললেও
হৃদয়ে দাগ কেটে যায়।
গান নিয়ে দজনের কারবার
গানের জোরেই পরিচয়
গানের দৌলতে কাছে আসা
আর বাচার জন্য বিদায়।
একজন ফিরে আসে দেশে
আর একজন দেশে থেকে যায়
দুজনের খুজে ফিরো রোজগার
কলকাতা কিংবা ঢাকায়।




একজন ফিরে আসে দেশে
আর একজন দেশে থেকে যায়
দুজনেরই হয়তো অজান্তে
কখনো বা কান্না পায়।
একজন বাজায় গীটার
আর একজন কী বোর্ড
দুজনেই বেচে চলে গান
বাচারই দূর দৌড়।
দুজনেই হয়তো বা ভাবে
আবার কোন জলসায়
গান হবে কাছে আসার জন্য
পয়সার জন্য নয়।
একজন চায় বড় বেশি চায়
একজন হয়তো বা কম
একজন যদি হয় অঞ্জন
আর একজন লাকি আখন্দ


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন