অঞ্জন দত্ত, জন্ম: জানুয়ারি ১৯, ১৯৫৩, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত। আরো জানতে
এই ব্লগটা অঞ্জনের গান প্রেমীদের জন্য। আমার হাতে এখন অফুরন্ত সময়, অঞ্জনের গান শুনছি, ভাবলাম লিখে রাখি, পড়া যাবে কিন্তু তাও হচ্ছেনা। পায়ের সাথে চোখের সমস্যায়ও ভুগছি। শুনে শুনে লেখা তাই ভুল থাকবেই, ক্ষমা চেয়ে নিচ্ছি।

তোমার জন্য





অন্যদেন জন্য গান লিখতে লিখতে ক্লান্ত হয়ে,
আমার নিজের ঘরের সবচেয়ে কাছের মানুষকে নিয়ে এ গান



তোমার জন্য কোন গান লিখা হয়নি আমার
তোমার জন্য কোন সুর খোঁজা হয়নি আমার
শুধু তোমার জন্য বাঁজেনি কখনো এই গীটার
তবু তুমি ছাড়া হয়নি যে একটাও রাত্রি কাভার
তবু তোমার জন্য কোন গান লিখা হয়নি আমার
শুধু তোমার জন্য কোন সুর খোঁজা হয়নি আমার




আমার গানটা সে শুধুই ঘুরা ফেরা করে
রোজকার কেনাবেচার বাজারে
কুড়িয়ে পাওয়া হাততালি আর খুচরো পয়সায়
সাদাকালো শহরের জলসায়
তাই তোমার জন্য কোন গান খোঁজে পায়না বাজার


মনের কথা নাকী বেচে দেওয়া যায়
ভালবাসা নাকী বেচে দেওয়া যায়
তাই তোমার জন্য গান শুধুই মনে ধরে রাখা
তোমার জন্য গান আমার ভেতরে থাকা
তোমার জন্য গান, শুধু গানের জন্য গান
শুধু একলা বসে নিজের কাছেই গাওয়া
তোমার জন্য তাই গান হয়ে উঠেনি তোমার
তোমার জন্য কোন সুর খোঁজা হয়নি আমার
তোমার জন্য বাজেঁনি কখনো এই গীটার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন