অঞ্জন দত্ত, জন্ম: জানুয়ারি ১৯, ১৯৫৩, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত। আরো জানতে
এই ব্লগটা অঞ্জনের গান প্রেমীদের জন্য। আমার হাতে এখন অফুরন্ত সময়, অঞ্জনের গান শুনছি, ভাবলাম লিখে রাখি, পড়া যাবে কিন্তু তাও হচ্ছেনা। পায়ের সাথে চোখের সমস্যায়ও ভুগছি। শুনে শুনে লেখা তাই ভুল থাকবেই, ক্ষমা চেয়ে নিচ্ছি।
ছাদের গান
একটা ছেলে, গীটার খুলে, গুনগুনিয়ে লিখে যায়
ছাদের কোণে, আপন মনে, লিখে লিখে গান গায়
পাশের বাড়ির সুরচিতা সকাল থেকে বেপাত্তা
আজকে যে তার পাকা দেখার, বাড়ছে সবার চিন্তা
কানাঘুষোর থানা পুুুলিস বাড়ছে সবার মান অপমান
এসব নিয়ে ছাদের ছেলের গুনগুুুনিয়ে লেখা গান
সবাই জানে নন্দী বাড়ির কেন এমন হলো হাল
সুরচিতা মেয়েটা ভাল শুধু বন্ধুটি তার নকশাল
এটা তিরিশ বছর আগের কথা, তিরিশ বছর আগের কবিতা
হলদে হয়ে হারিয়ে গেছে পাড়ার কোন চিলেকোঠা
বিকেল থেকে বোষ বাড়িতে কান্নাকাটির হুলোস্থুল
কলঘরেতে বন্দী হয়ে রয়েছে বসে পুতুল
ছাদের কোণে আপন মনে যায় লিখে যায় ছেলেটা
একটা খাতা, একটা কলম তার পুরনো গীটার
আবার থানায়, আবার পুলিস আবার কত হা হুতাশ
দরজা ভেঙে পুতুল তো নেই শুধুই যে তার লাশ
পাড়ার সবাই যায় চেপে যায় হিন্দু পাড়ার অপমান
পুতুলটাতো ছিল ভাল শুধু বন্ধুটি তার মুসলমান
এটা কুড়ি বছর আগের কথা, কুড়ি বছর আগের কবিতা
হলদে হয়ে হারিয়ে গেছে পাড়ার কোন চিলেকোঠা
ছ'দিন আগে বর্ণালি দির হঠাৎ করে টেলিফোন
যাচ্ছি ছেড়ে তোদের পাড়া ভাল থাকিস অঞ্জন
পাড়ার সবাই সাবেকী তাই জানলা দিয়ে দেখে যায়
সাঝ সকালে সেলাই দিদি টেক্সি করে চলে যায়
ফিসফিসিয়ে মিলেমিশিয়ে সবাই হাসে গুলতানি
এই কারণে পাড়াটা গেল বুড়ো বয়সে ভিমরতি
সবাই জানে বর্ণালি দির স্বামীর রাতের অত্যাচার
তবু এই বয়সে নতুন করে এই পাড়াতেই সংসার
পায় খুজে পায় গরম খবর পাড়ার মোড়ে চায়ের দোকান
পায় খুজে পায় সেই ছেলেটা ছাদের কোণে নতুন একটা গান
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন