কুয়াশায় ভেঁজা ভাসা ভাসা সেই পাইন গাছের ফাঁকে ফাঁকে রোদ্দুর
খাদের ধারে শুয়ে শুয়ে হাতে পায় হলদে সবুজ রং
ছিলনা বালাই সময়ের শুধু আকাশে একটা নেপালী গানের সুর
আমার পাহাড়ি ছেলেবেলার একটা গান
সূর্যের গন্ধটা নিয়ে পকেটে আমার কেটে গেছে কত রাত
হাতের মুঠোয় শিশির ভেঁজা গোটা দার্জিলিং কেলিম্পং
আমার সাহেবি স্কুলের গন্ডি পেরিয়ে সেই চ্যাপ্টা ভালবাসা
আমার পাহাড়ি ছেলেবেলার একটা গান
আজ সূর্যটা গেছে হারিয়ে আমার পকেট থেকে, কে জানে কোথায়
কুড়িয়ে পাওয়া নুড়ি পাথর পাহাড়ি ফুল গেছে শুকিয়ে
খুঁজে ফিরি শুধু হাততালি এই সাদাকালো শহরের জলসায়
সেই চ্যাপ্টা ভালবাসা গেছে ফুরিয়ে
হয়তো নেপালী ছেলেটা এখনো সেই পাহাড়ের গায়ে গীটার বাঁজায়
আমার ছুটির ফাঁকে খুঁজে ফিরি তার চোখের হলদে সবুজ রং
কোথায়, কোথায়, কোথায় আমার মুঠোর ভেতর আমার দার্জিলিং
শুধু গানেই থেকে গেছে আমার পাহাড়ি গান
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন