অঞ্জন দত্ত, জন্ম: জানুয়ারি ১৯, ১৯৫৩, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত। আরো জানতে
এই ব্লগটা অঞ্জনের গান প্রেমীদের জন্য। আমার হাতে এখন অফুরন্ত সময়, অঞ্জনের গান শুনছি, ভাবলাম লিখে রাখি, পড়া যাবে কিন্তু তাও হচ্ছেনা। পায়ের সাথে চোখের সমস্যায়ও ভুগছি। শুনে শুনে লেখা তাই ভুল থাকবেই, ক্ষমা চেয়ে নিচ্ছি।

দুষ্টু গান

সিনেমা সিনেমা সিনেমা
আজ সিনেমার বড়দিন
শুটিং শুরু কলকাতায় বোম্বের হিরোইন

নির্দেশকের দৃঢ় প্রতিজ্ঞা এমন ছবি বানাবে
সারা দেশ জুড়ে সক্কলে একসাথে ট্যারা হয়ে যাবে
সুস্থ চিন্তা ভাবনা নিয়ে কমার্শিয়াল কী তাই
এমন ছবি সম্ভব একমাত্র কলকাতায়
প্রযোজক শুধু একটা কথাই বারবার বলে যান
একটা দুষ্টু গান ঢোকান না দাদা
দুষ্টু গান ঢোকান

একটা দুষ্টু গান ঢোকালে দেখিয়ে দেব সব্বাইকে
ভাল ছবিটাও চলে দুষ্টু গান ঢোকালে

দুষ্টু গানের মতো কিন্তু গপ্প দুষ্টু নয়
দুষ্টুমিটা ধুম করে আমি ঢুকিয়ে দেব কোথায়
গপ্প সেতো গপ্পই দাদা, একটু ঘুরিয়ে দিন
ঠাট্টার ছলে, হাসির ছলে লিখুন দুষ্টু সিন

গানের জন্য গপ্প, না কি গপ্পের জোরে গান
সেটা ঠিক করা আপনার কাজ, আপনিই সামলান
শুটিং হলো মুলতবি, সক্কলে মিলে ভাবে
দুষ্ট গান ঢোকাবে কি করে, দুষ্টু গান ঢোকাবে
দুষ্ট গান ঢোকাবে কি করে, দুষ্টু গান ঢোকাবে
ওরে দুষ্টু গান ঢোকাবে, কি করে দুষ্টু গান ঢোকাবে
দুষ্টু গান ঢোকালে, প্রমাণ করে দেবে সব্বাই
ভাল ছবিটাও চলে, একটা দুষ্টু গান ঢোকালে

নির্দেশকের দাড়ি পেকে যায় সারা দিন রাত ভেবে
কি করে তার ভাল ছবিটাতে দুষ্টিমি ঢোকাবে
এতদিন ধরে ছবির স্বপ্ন, ছবি সে তো বানাবেই
এত সহজে হাল ছেড়ে দেবেনা কিছুতেই
সেই ছেলেবেলা কত দুষ্টুমি করে গেছে দিন রাত
ছবির জন্য একটু দুষ্টু হবেনা কেন সে আজ
সামান্য দুষ্টুমির জন্য গোটা ছবি বরবাদ
যদি হয়ে যায় নেই তার ছবি বানাবার অধিকার
তার গপ্পের গরু গাছে উঠে গিয়ে নাচলো তাধিন ধিন
একটা দুষ্টু গানের সিন লিখা হলো, দুষ্টু গানের সিন
দুষ্টু গানের সিন লিখা হলো, দুষ্টু গানের সিন
ওরে দুষ্টু গানের সিন লিখা হলো, দুষ্টু গানের সিন
কারণ দুষ্টু গান ঢোকালে, প্রমাণ করে দেবে সব্বাই
ভাল ছবিটাও চলে,একটা দুষ্টু গান ঢোকালে

এবার দুষ্টু গানের লোকেশান দূরে হবে, নাকি কাছে
সুইডেন যাবার মুরদটা নেই, দুষ্টু বুদ্ধি আছে
দুষ্টু গানের লোকেশান দূরে নাকি হবে কাছে
সুইডেন যাবার মুরদটা নেই, দুষ্টু বুদ্ধি আছে
কাঠে কাঠ ঠুকে হয়ে গেল সেট ইন্দ্রপুরিতে
সিন লিখা হলো, নায়ক দেখছে দুষ্টু ক্যাবরে
তরতর করে সুর দেয়া হলো, দুষ্টু মিষ্টি গান
প্রযোজক হেসে পিঠ চাপড়ায়, এটাই ছবির জান
তাই পোস্টার হলো প্রচার হলো টিভির পর্দায়
একটা দারুণ ভালো দুষ্টু ছবি হচ্ছে কলকাতায়
সুস্থ ভালো রুচির ছবি দেখতে যদি চান
একটু দুষ্টুমি দেখে যান না দাদা দুষ্টুমি দেখে যান
একটু দুষ্টিমি দেখে যান প্লিজ দুষ্টুমি দেখে যান
তারণ দুষ্টিমি দেখে গেলে,


 প্রমাণ করে দেবেন আপনারা ভাল ছবিটাই চলে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন