অঞ্জন দত্ত, জন্ম: জানুয়ারি ১৯, ১৯৫৩, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত। আরো জানতে
এই ব্লগটা অঞ্জনের গান প্রেমীদের জন্য। আমার হাতে এখন অফুরন্ত সময়, অঞ্জনের গান শুনছি, ভাবলাম লিখে রাখি, পড়া যাবে কিন্তু তাও হচ্ছেনা। পায়ের সাথে চোখের সমস্যায়ও ভুগছি। শুনে শুনে লেখা তাই ভুল থাকবেই, ক্ষমা চেয়ে নিচ্ছি।

চলো বদলাই

তুমি ভেবেছিলে যাবে বদলে যাবে
নতুন করে জীবনের রঙ

আমিও তোমার মত সেই নতুনের অপেক্ষায় ছিলাম,
তবু একটু একটু করে সময়ের অগোচরে
গেলাম পুরোনো হয়ে সবাই।
শুধু বদলে যাওয়ার কথা বারবার
হারিয়ে গেল এক দেয়ালের গায়
তবু বদলে যাওয়ার ইচ্ছে এখনো হঠাৎ কাদায়,
তাই থাক পরে থাক চৌরাস্তার মোড় যেখানে আছে
চলো আমরাই, চলো নিজেরাই বদলাই।


আমি বদলাতে পারি তোমার চোখের ভাষা, তোমার ঠোটের রঙ
তুমি বদলাতে পারো আমার সবকটা জামার বোতাম,
চলো অদল বদল হয়ে যাই তোমার আমার শোবার বসার ঘর
চলো আমরাই, চলো নিজেরাই বদলাই।

আমি বদলাতে পারি নাম, তোমার বদলাত পারি তোমার পদবী
তুমি তোমার ঘর দোর চৌকাঠ বদলাবে কি?
দেখ সময় কেবল সময় শুধু সময় নিয়ে যাবে
চলো আমরাই, চলো নিজেরাই বদলে যাই


দেখ এ জীবনের সময়ের নোংরামি আর হবে না পরিষ্কার
আর জীবনটাও আসবে না ফিরে আমাদের আরেকবার
তাই বদলে ফেলি যে যার বদলে যাওয়ার ভাবনাটাকে
চলো আমারই, চলো নিজেরাই বদলাই।

1 টি মন্তব্য:

  1. দেখো, এ জীবনে সময়ের নোংরামি আর হবে না পরিষ্কার
    আর জীবনটাও আসবে না ফিরে আমাদের আরেকবার
    তাই বদলে ফেলি যে যার বদলে যাওয়ার ভাবনাটাকে

    উত্তরমুছুন