অঞ্জন দত্ত, জন্ম: জানুয়ারি ১৯, ১৯৫৩, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত। আরো জানতে
এই ব্লগটা অঞ্জনের গান প্রেমীদের জন্য। আমার হাতে এখন অফুরন্ত সময়, অঞ্জনের গান শুনছি, ভাবলাম লিখে রাখি, পড়া যাবে কিন্তু তাও হচ্ছেনা। পায়ের সাথে চোখের সমস্যায়ও ভুগছি। শুনে শুনে লেখা তাই ভুল থাকবেই, ক্ষমা চেয়ে নিচ্ছি।

গানওয়ালা

গাইলে তুমি ইচ্ছে করে গাইতে মন আমার
গানটা শুনে গুনগুনিয়ে গানটা হোক সবার
গাইলে তুমি পাই খোজে সময়ের ঠিকানা
গানওয়লা, ও গানওয়ালা, গান থামিও না
চাইনা শুনতে গানটা ছাড়া অন্য কিছু আর
চাইনা বুঝতে স্টেজে কেন উঠছোনাকো আর
চাইনা জানতে যুক্তি তক্ক কোন রটনা
গানওয়ালা, ও গানওয়ালা, গান থামিও না

গান শোনে তোমার গানের কাছে চলে আসা
গানে গানে পরিচয় গানের কাছে থাকা
চাইনা শোনতে অন্য কোন কথা অচেনা
চেনা দুঃখ, চেনা সুখের গান থামিও না

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন