বহুদিন পরে হঠাৎ দেখা হলো
কেমন আছো, ভালো আছো কি?
অবান্তর প্রশ্নটা জিগ্যেস করলাম
তুমিও বললে, তাই আমিও বললাম
চলছে, ভালোই আছি
দুজনেরই মনে আছে দু'জনার অভিমান
রাত জাগা তর্ক, কাক ডাকা ভোরে
ব্যাগ প্যাক করে চলে যাওয়া
ফিরে না থাকিয়ে দেখা কোনদিন।
দুজনেরই মনে আছে দরদের গাটছড়া
লজ্জার ভান করা, একসাথে সান করা
নীল আকাশের তারা কত কত রাত দেখেছি।
চারপাশে সবকিছু বুড়ো হয়ে যাচ্ছে
ঘুরতে ঘুরতে ঘুরতে সব গুড়ো হয়ে যাচ্ছে
ভাসছে সমুদ্রে তেল, উড়ছেনা গাংচিল
জ্বেলে জ্বেলে জ্বেলে লাইটার ফেলে দিতে হচ্ছে
আমরাও পারিনি রাখতে জোর করে
চিরটাকালের তরে হৃদয়ের গহ্বরে
কখন যে গেছে মরে আমাদের অগোচরে সুদূরের প্রজাপতি
শধু যদি দং, হৃদয়ং, মম কত অং বং
খালি পেটে উগড়ে গেছি
অবান্তর প্রশ্নটা জিগ্যেস করলাম
তুমিও বললে, তাই আমিও বললাম
চলছে, বেশ ভালোই আছি
চারপাশে সব কিছু বুড়ো হয়ে যাচ্ছে
উত্তরমুছুনঘুরতে ঘুরতে ঘুরতে সব কিছু গুড়ো হয়ে যাচ্ছে...
লাইনটা পড়ে অনেক মাজা পেয়েছি