ঝগড়া ঝাটি তক্ক বিতক্ক বাক বিতন্ডা চলবে
পাড়ার লোকে যা যাই বলুক, যা চায় বলতে বলবে
তবু তুমি যাবেনা দিল্লী, আমিও না বোম্বে
এক বগ্গা টেরে টক্কা ঝগড়া চলছে চলবে চলবে
দিনটা আজকে ঠান্ডা নাকী বেড়েছে গরম
মাংসাটা সিদ্ধ হয়নি নাকী ভিষনই নরম
এবার পূজো কিরিটিতে নাকী তেরাদম
লাগ লাগ লাগ, তেরে কেটে তাক ঝগড়া চলছে চলবে
তবু বারবার ভেবে তুমি বলতে পারবে কি
ঝগড়া ছাড়া একটা দিনও বাঁচতে পারবে কে
তবু বারবার ভেবে হবে বলতে হবে
চলে যেতে হবে একদিন
বয়স বাড়তে বাড়তে এখন ঊনসত্তর
সুগার বেড়ে যাচ্ছে বাড়ছে কোলেস্টরল
আর সবছে বেশি বাড়ছে আমাদের গলার জোর
পান থেকে চুন, খসলেই খুন ঝগড়া চলছে চলবে
তোমার ওজন বাড়ছে দেখ, আমি কত ফিট
চেনেল পাল্টালে কেন তোমার মাথায় আছে চিট
পেটটা যাবে বিগড়ে আর খেওনা বিস্কিট
গেরেমা গেরেমা হিং টিং চট ঝগড়া চলছে চলবে
তবু বারবার ভেবে তুমি বলতে পারবে কি
ঝগড়া ছাড়া একটা দিনও বাঁচতে পারবে কে
তবু বারবার ভেবে হবে বলতে হবে
চলে যেতে হবে একদিন
কম্পটাট্টা জড়াও নইলে হেক হেক কর কাশবে
আগে নাক ডাকাটা কমাও তারপর কাছে আসবে
এত দেমাগ কিসের সেইতো আমায় ভালবাসবে
হা হা হো রাম পাম পো ঝগড়া চলছে চলবে
ঝগড়া ঝাটি তক্ক বিতক্ক বাক বিতন্ডা চলবে
পাড়ার লোকে যা যাই বলুক, যা চায় বলতে বলবে
তবু তুমি যাবেনা দিল্লী, আমিও না বোম্বে
এক বগ্গা টেরে টক্কা ঝগড়া চলছে চলবে
তবু বারবার ভেবে তুমি বলতে পারবে কি
ঝগড়া ছাড়া একটা দিনও বাঁচতে পারবে কে
তবু বারবার ভেবে হবে বলতে হবে
চলে যেতে হবে একদিন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন