কল ঘরে কেউ বন্ধ করে দেয় যদি তোকে
কিংবা বোকা পাঠা বলে দেয় যদি বকে
কানের গোড়ায় মারলে পরে কান্না যখন পায়
প্রানটা খুলে গলা তুলে গাইবে তখন আয়
ভেংছি কেটে দেখ, লেংচি হেটে দেখ
একটা ডিগবাজি, পাচ্ছি হাসে খেক
ছেলেবেলায় করেছিলাম ইংরেজীতে ফেল
ছাদে বন্ধ করে রাখে সারাটা বিকেল
কাঁদতে কাঁদতে সন্ধ্যা নামলো হঠাৎ কোন ফাঁকে
একটা ভূতো নেমে এসেছিল আকাশের থেকে
পাই পাই করে তিন পাক ঘুরে ছাদের কার্নিশে
আঠারো বার হেচকি তুলে উনিশ বার কেঁশে
বললে আমায় কানে কানে মন্ত্র শিখে নে
এবার থেকে কান্না পেলে গাইবি গলা তুলে
সেই থেকে আর কান্না আমার পায়না কিছুতে
ভূতো গেছে মিলিয়ে কোথায় গানটা তো আছে
যতই মারুক কিল তাপ্পর দাওনা বকুনি
ভূতোর মন্ত্র সাথে আছে করবে আমায় কী
তোরাও যদি বাঁচতে চাস মন্ত্র শিখে নে
এবার থেকে কান্না পেলে গলাটা তুলে
গাইলে পরে দেখবি পরে কান্না যাচ্ছে পালিয়ে
করবেনা ভয় আর কোনদিন ঘরে বাইরে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন