ফেলে আসা গান, ফেলে আসা জলসা
ফেলে আসা বন্ধু, ফেলে আসা রাস্তা
ফেলে আসা কত কথা, ফেলে রেখে এসেছি
ফেলে আসা সময়
ফেলে আসা সাহস, ফেলে আসা ভয়
ফেলে আসা জুতো জামা ফেলে দিতে হয়
ফেলতে ফেলতে কিছু কথা থেকে গেছে, যেমন-
ভালোবাসি তোমায়
ভালো ভালোেভালো ভালো ভালো বা…সি তোমায়
এখনো ঠিকি ভালোবাসি তোমায়
একি ভাবে ভালোবাসি তোমায়
ফেলে আসা বাজারের ফেলে আসা দাম
ফেলে আসা তবলা হারমোনিয়াম
ফেলে আসা খাটুনির কত কাল ঘাম
হারিয়ে গেছে কোথায়
ফেলে আসা খাটুনির কত কাল ঘাম
হারিয়ে গেছে কোথায়
ফেলে আসা রাজনীতি, ফেলে আসা ভুল
ফেলে আসা গপ্পের ফেলে আসা গুল
ফেলতে ফেলতে কিছু কথা থেকে গেছে, যেমন-
ভালোবাসি তোমায়
ভালো ভালো ভালো ভালো ভালো বা…সি তোমায়
ভালো ভালো ভালো ভালো ভালো বা…সি তোমায়
এখনো ঠিকি ভালোবাসি তোমায়
একি ভাবে ভালোবাসি তোমায়
ফেলে আসা রাগ, ফেলে আসা ক্ষোভ
ফেলে আসা বড়সড় কত মুল্যবোধ
ফেলে আসা আকাশের এক চিলতে রোদ
হারিয়ে গেছে কোথায়
আজ যেটা মিষ্টি, কাল সেটা ঝাল
টিকে থাকে না কিছুই চিরকাল
টিকে গেছে কেবল একটাই কথা
ভালোবাসি তোমায়
ভালো ভালো ভালো ভালো ভালো বা…সি তোমায়
ফেলে আসা আকাশের এক চিলতে রোদ
হারিয়ে গেছে কোথায়
আজ যেটা মিষ্টি, কাল সেটা ঝাল
টিকে থাকে না কিছুই চিরকাল
টিকে গেছে কেবল একটাই কথা
ভালোবাসি তোমায়
ভালো ভালো ভালো ভালো ভালো বা…সি তোমায়
এখনো ঠিকি ভালোবাসি তোমায়
একি ভাবে ভালোবাসি তোমায়।
Where is music
উত্তরমুছুন