চোখ দুটো দেখছে কী সত্যি
নাকী সব খবরের কাগজ
মন থেকে বলছি কী কথাটা
আমরা সবাই রোজ রোজ,
শেষ কবে কান্নাটা কাঁদলে
পড়ছে কী মনে, নাকী ভুলেছ
ফুল পাখি গাছ পালা বৃষ্টি
শেষ কবে এইসব ভেবেছ;
অন্যের জন্যে কী কষ্টে
দুঃখটা রাগ হয়ে যায়
মন থেকে কোন কিছু দিয়ে দিতে
করছে কি আজ কাল ভয়, ভয়,
ভালবাস মানে একটি বাসা কী
ঘরে ফিরে আসা মানে আসা কী
বিশ্বাসে বিশ্বাস আছে তো
চলছি, না ভেসে ভেসে যাচ্ছি
অ্যালবামঃ অসময়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন