নীল মানে ফেলে আসা সকলের আকাশের একটা নাম
নীল মানে ভালবাসার গভীরে লুকনো একটা রঙ,
নীল একটা চেনা চেনা কবেকার নীলিমার অন্য নাম
নীল একটা নাম
লাল একটা মোজা পরে ছেলেটা রেলিঙে দুলে যায়
লাল মানে ছেলেবেলার সূর্যটা ড্রয়িংয়ের খাতায়
লাল আজকে আমার কাছে রাজনীতি,
বড় হয়ে গেছি যে হায়, কী করা যায়
সবুজ মানে গাছের পাতা বেড়ে যায়, সবুজের স্বভাব
গাছ পোতা হয়নি বলে শহরে, সবুজের অভাব
সবুজ রঙের মনটা ছিল আমারও, কী যে হলো, কোথায়, কোথায়
ভয় মানে কালো কালো ছায়াটা দেয়ালে রাত্রিরে
চোখটা বুঝে ফেলতে হবে নইলে ভয়, নইলে ভয় যাবে বেড়ে
ভয় একটা ছিল যে ছেলবেলা, মিথ্যে বলা গেছে আজ হারিয়ে
হাসি মানে মজা পেলে হাসতে চাও, হেসে যাও আজীবন
একটু হাসির জন্য আমি কাঁদি আজ, হাসতে চাই তোমার মতন
একটু হাসবো তোমার সাথে বলে তাই,
আমি লিখে যাই একটা গান, আর একটা গান
নীল মানে ফেলে আসা সকলের আকাশের অন্য নাম
নীল মানে ভালবাসার গভীরে লুকনো একটা রঙ,
নীল একটা চেনা চেনা মুখ আমার, বাঁজায় গীটার, হরদম,
নীল একটা নাম
অ্যালবামঃ অসময়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন