ফেলে আপোসের স্বভাবটা ফিরে আসবো
ফেলে জিবের এই বিস্বাদটা ফিরে আসবো
ফেলে দশটা আর পাঁচটা ফিরে আসবো
ফেলে এক রুটের বাসটা ফিরে আসবো
ফেলে মিথ্যে কথার ক্লাসটা ফিরে আসবো
ফেলে হলদে সিলেবাসটা ফিরে আসবো
ফেলে পিছিয়ে পড়া মনটা ফিরে আসবো
ফেলে বয়েসের বারনটা ফিরে আসবো
ফেলে রোজকার বাজেট খরচা ফিরে আসবো
ফেলে নিন্দে পরচর্চা ফিরে আসবো
ফিরে আসবো তুমি কেঁদোনা
ফেলে আপোসের চাপা বেদনা
সবাই এখানে আবার আসবো
ফিরে আসবো, ফিরে আসবো, ফিরে আসবো
ফেলে পঁচা এঁদো গলিটা ফিরে আসবো
ফেলে ফুটো বাজারের তলিটা ফিরে আসবো
ফেলে কবরে খবরটা ফিরে আসবো
ফেলে কাগজের টোপরটা ফিরে আসবো
ফেলে সেলুনের কাঁছিটা ফিরে আসবো
ফেলে সর্দি কাশি হাঁচিটা ফিরে আসবো
ফেলে মতবাদের রঙটা ফিরে আসবো
ফেলে ধর্মের অংবংটা ফিরে আসবো
ভুলে হেরে যাওয়ার জ্বালাটা ফিরে আসবো
খুলে মনের জানালাটা আবার আসবো
নিয়ে আকাশের নীল গন্ধ ফিরে আসবো
নিয়ে হাজার প্রশ্ন দ্বন্দ্ব ফিরে আসবো
নিয়ে ছেলেবেলার সুখটা ফিরে আসবো
সেই মেঘলা দুপুরটা নিয়ে আসবো
নিয়ে পাগলা ক্ষ্যাপা মনটা ফিরে আসবো
সেই বাউলের গানটা নিয়ে আসবো
নিয়ে সহজ সরল ভাষাটা ফিরে আসবো
সব বদলে দেবার নেশাটা নিয়ে আসবো
ভাল লাগছে নিজেকে আবার ভালবাসবো
আমি তোমার কাছে ফিরে আসবো
অ্যালবাম: কেউ গান গায়
অনেক পছন্দের একটা গান
উত্তরমুছুন