অঞ্জন দত্ত, জন্ম: জানুয়ারি ১৯, ১৯৫৩, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত। আরো জানতে
এই ব্লগটা অঞ্জনের গান প্রেমীদের জন্য। আমার হাতে এখন অফুরন্ত সময়, অঞ্জনের গান শুনছি, ভাবলাম লিখে রাখি, পড়া যাবে কিন্তু তাও হচ্ছেনা। পায়ের সাথে চোখের সমস্যায়ও ভুগছি। শুনে শুনে লেখা তাই ভুল থাকবেই, ক্ষমা চেয়ে নিচ্ছি।

কেউ গান গায়

কেউ গান গায়, কেউ গান শুনে, এটা একটা
কথায় সুরে কাছে আসার চেষ্টা
মাঝখানে আছে লেনদেন, আছে পয়সা
এটা কাছে আসার ভালবাসার ব্যবসা

কেউ বই লিখে, কেউ বই পড়ে, কেউ পড়েনা
কেউ পড়তে বসলে একটুও নড়েচড়েনা
কেউ পড়াতে পড়াতে নিজেই পড়তে পারেনা
আমি চিনি এমন অনেক যারা অ আ ক খ হ ই কী জানেনা

তুমি নাটক সিনেমা বইমেলা চষে যাচ্ছো
তোমার মনের মাথার খিদেটা মেটাচ্ছো
কেউ খায়াচ্ছে আর তুমি প্রান ভরে খাচ্ছো
তোমার খেওকির বংশটা বাড়াচ্ছো

কেউ বেশি খায়, কারো খিদে পায়না
কেউ সস্তার কোন কিছুই খেতে চায়না
কেউ অনেক খেয়ে করছে খাওয়ার বায়না
আমি চিনি এমন অনেক যারা সারাদিনে কিছুই খেতে পায়না

আমি গান লিখি, আমি গান গাই, এটা রোজগার
কেউ টিকিট কাটে আমার গানের জলসার
কারো গান দামী, কারো গান খুব সস্তা
কেউ বেচতে চায়না কোনদিন গানটা

কেউ আলতা বেচে, কেউ বেচে আয়না
কেউ সহজে কোন কিছুই বেচতে চায়না
কেউ বেচার মতো কিছুই খুজে পায়না
আমি চিনি এমন অনেক যাদের এসব কোন কিছুই আসে যায়না



অ্যালবাম: কেউ গান গায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন