অঞ্জন দত্ত, জন্ম: জানুয়ারি ১৯, ১৯৫৩, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত। আরো জানতে
এই ব্লগটা অঞ্জনের গান প্রেমীদের জন্য। আমার হাতে এখন অফুরন্ত সময়, অঞ্জনের গান শুনছি, ভাবলাম লিখে রাখি, পড়া যাবে কিন্তু তাও হচ্ছেনা। পায়ের সাথে চোখের সমস্যায়ও ভুগছি। শুনে শুনে লেখা তাই ভুল থাকবেই, ক্ষমা চেয়ে নিচ্ছি।

অদ্ভুত ভালো লোকটা

সেই অদ্ভুত ভালো লোকটা
তার অনেক কিছু দেখা চোখটা
স্বপ্ন দেখে সে যদি কোন দিন তা স্বপ্ন সত্যি হয়
সে কি কিছুটা তোমার আর কিছুটা আমার মতো নয়
কিছুটা তোমার সে কি, কিছুটা আমার মতো নয়

চারমিনারের সৌজন্যে শুরু করে সে তার সকাল
দিনের শেষে, ঘুমের দেশে ঘুরে আসে চিরকাল
নেই তার কোন জুড়ি, গাড়ি আছে শুধু ঐ বিজ্জ বিশাল
কোন দলে নাম নেই তবু দলাদলি করে কেটে গেল সবসময়

অফিসে গিয়ে আগে কলারে রুমাল আর এক গ্লাস জল
কাজে নেই মন তার ক্রিকেটের চিন্তায় জিতে কোন দল
বামপন্থি গান শুনলে পরে করে চোখ ছলছল
লক্ষী বারে দাদায় উপোস করে, পরে হ্যাংলা জিন্স বিজয়ায়

ইচ্ছে করে সব ছেড়ে ছুড়ে চলে যাই
বোতাম ছেড়া শার্ট নিয়ে সুদুর গায়
তিস্তা নদীর ধার ধরে সোজা হিমালয়
স্বপ্ন দেখে সে যদি কোনদিন তার স্বপ্ন সত্যি হয়


অ্যালবাম: কেউ গান গায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন