আকাশ থেকে পেপসি ডাকে, নেচে চলে জেনারেসন নেক্স্ট
কাছের দোকান, কাচের শার্সি, টিভির ভেতরে চ্যানেল ভি
তুমি আবার হেসে উঠো, আমি আবার নেচে উঠি
পেটের ক্ষিধে, যাই ভুলে যাই, শুধুই তোমায়, তোমাকেই চাই
তোমার কাছে যাই চলে যাই, আমার পাসপোর্ট লাগেনা।
বয়স আমার এখনো তেরো, মিশুক চালাই দিনের বেলায়
আব্বা আম্মা মনে পড়েনা, ঢাকার রাস্তাই ঠিকানা
তবু আবার রাতটা আসে, কাছের দোকান চ্যানেল ভি
তুমি আবার নেচে উঠো, আমি আবার বেঁচে উঠি
কান্না আমার, যাই ভুলে যাই, শুধু তোমায়, তোমাকে চাই
তোমার গানে যাই মিশে যাই, তোমার ভাষা অজানা।
পেটের ব্যথা ভুলে থাকি, সারাদিনের ঝন্জাটে
তিরিশ টাকা কামাতে হবে, যেভাবেই হোক রাস্তা ঘাটে
নেমে আসে রাত্তির আবার, নাচে রাতটা আমার সাথে
নাচতে নাচতে ঘুমিয়ে পড়ি, ভুলে গিয়ে পেটের ক্ষিধে
বাঁচার সাহস পাই খুজে পাই, শুধুই তোমায়, তোমাকে চাই
তোমার সুরে যাই মিশে যাই, তোমার নামটা অজানা।।
বাঁচার সাহস পাই খুজে পাই, শুধুই তোমায়, তোমাকে চাই
তোমার সুরে যাই মিশে যাই, তোমার নামটা জানি না
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন