ক্ষুদে ক্ষুদে চোখে ভালবাসা অবিশ্বাস্য নীল
চারটা ঠোঁটের মুচকি হাসি কান্না ভুলিয়ে দেয়
তাই মেঘ করলেই ইচ্ছে করে
যাই ছুটে যাই তোমার কাছে
উরন রাজু তোমার নেপালী পানশালায়
পানটা গৌণ মুখ্য তোমার গীটার বাঁজিয়ে গান
নেশার ঘোরে হঠাৎ করে হারানো জন লেনান
মেঘ করলেই ইচ্ছে করে
ট্রেনটা ধরে ফেলি
যাই চলে যাই তোমার নেপালী পানশালায়
নেপালী...... একটা পুরনো গন্ধ বন্ধুত্বের আজীবন
নেপালী...... একটা গীটার হাতে গাইছে আমার পুরাণ
ব্যাঙের ছাতার মত গজিয়ে যাচ্ছে ইট পাথর
বড়ই গিন্জি আজকে আমার সবুজ দার্জিলিং
তবু বন্ধুত্বের রং এখনো সবুজ ঘণ সবুজ
সাতটার পর উরন রাজুর পানশালায়
সেই বন্ধুত্বের সবুজ হাতটা পাইনা খুজে আর
হাত গুটিয়ে হাটছে সবাই আমার কলকাতায়
তাই মেঘ করলেই ইচ্ছে করে
ট্রেনটা ধরে ফেলি
যাই চলে যাই তোমার নেপালী পানশালায়
নেপালী.......
নেপালী.......
এই বুড়ো হাড়ে আর আজকে আমার কি বা সম্বল
দুটো বন্ধু মিলে গান করে যদি সন্ধ্যাটা কেটে যায়
তাই মেঘ করলেই ইচ্ছে করে
যাই ছুটে যাই তোমার কাছে
উরন রাজু তোমার নেপালী পানশালায়
যদি একলা লাগে তোমারও ঘুরে এসো একবার
পান না হলেও গানটা পাবে ঠিক বিনা পয়সায়
দার্জিলিঙের শ্যাওলা ভেজা গলির ভেতর যুইস ক্লাব
আমার নেপালী নেপালী নেপালী পানশালায়
নেপালী.........
নেপালী.........
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন