পারিনা বোঝাতে তাকে মনের কথা, আমি পারিনা
এত এত কাছে এসে যায় সুযোগটা ফসকে
সারাদিন সারারাত কী যে হিজিবিজি, পেয়ে যায় কেবল কান্না
বাড়ছেনা বয়স, পনেরোতে এসে, গেছে আটকে
কী দিলে যে চলবে, কী দিয়ে যে বলব কথাটা
আরচিজ গ্যালারী ঘুরে ঘুরে নিউ মার্কেট
পাই খোঁজে কত হাবিজাবি পাইনা খোঁজে সাহস
বাড়ছে বয়স পনেরোতে এসে, গেছে আটকে
সাবিনা তোমাকে আমি চাই, বললেই লেটা চুকে যায়
শুধু বলতে পারিনা তোমায়,
যদি কেউ রাগ করে, যদি কেউ মারে ধরে
ভয়, ভয় ভয় শুধু ভয়
এতদিন বেশ ছিল, কি জানি কি হয়ে গেল হঠাৎ
হাত কাটে, পা কাটে, কাটেনা সময় কিছুতেই
মে মাস কবে গিয়ে এপ্রিল হবে কেউ বলে দাও আমায়
বাড়ছেনা বয়স পনেরোতে এসে গেছে আটকে
কেউ যদি দেখে পেলে, বলে আর চিঠি লেখা হয়না
হ্যালো বলে টেলিফোন ধুম করে রেখে দিতে হচ্ছে
ঘেমে যায় হাত পা, হাটুর ভেতর করে কেবল টনটন
বাড়ছেনা বয়স পনেরোতে এসে গেছে আটকে
ভয় ভয় সারাদিন মনে হয় খালি চুরি করছি
এটা বয়সের দোষ নাকি বরাত আমার গেছে ছঠকে
কবে যে আঠারো হবো, মনে বল ফিরে পাবো বলে দাও আমায়
বাড়ছেনা বয়স পনেরতে এসে গেছে আটকে
সাবিনা তোমাকে আমি চাই, বললেই লেটা চুকে যায়
শুধু বলতে পারিনা তোমায়,
যদি কেউ রাগ করে, যদি কেউ মারে ধরে
ভয়, ভয় ভয় শুধু ভয়
ভালবেসে এত ভয় পেতে হবে আগে জানতাম না
তাই অনেক লজ্জায় কথাটা বলতে হচ্ছে
তাড়াহুড়ো করে যদি পাড় হয়ে যাও বারো, তেরো, চৌদ্দ
বুঝবে আমার কথা পনেরোতে যাবে এসে আটকে
সাবিনা তোমাকে আমি চাই, বললেই লেটা চুকে যায়
শুধু বলতে পারিনা তোমায়,
যদি কেউ রাগ করে, যদি কেউ মারে ধরে
ভয়, ভয় ভয় শুধু ভয়.........ভয়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন