শেষ গাছটা কাটা হয়ে যাবে যখন
শেষ মাছটা যখন জালে পড়বে
শেষ জন্তুটা জবাই হয়ে গেলে তারপর
কী দিয়ে তুমি পেট ভরবে
শেষ জঙ্গল কাটার উদ্যোগে
শেষ ঝর্ণাটা হয়ে গেলে চোট
খাবার জন্য শুধু থাকবে তোমার কাছে
কড়কড়ে টাকার নোট
হায় হায় এ কী শুধু কড়কড়ে টাকার নোট
বলো পেট ভরবে কি, দিয়ে কড়কড়ে টাকার নোট
শেষ যুদ্ধটা জেতা হয়ে যাবে যখন
শেষ পারমাণবিক সংকট
হয় খেতে হবে শুধু মরুভুমি
নয় কড়কড়ে টাকার নোট
কেউ খাবে এক টাকা দুই টাকা
কেউ খেতে পাবে শুধু পঞ্চাশ
যার আছে বেশি খাও পাঁচশ
যার আছে কম, খাও দশ
খেতে হবে টাকা, শুধুই টাকা
শুকনো টাকা, শুধু টাকা
টাকার সাগর, টাকার মাছ
টাকার পাহাড়, টাকার গাছ
যদি দেখ হঠাৎ সেই টাকার মরুতে
উকি মারছে ছোট্ট হলদে ফুল
যেন সেটাই তোমার নিজের বিভ্রান্তী যুগের ভুল
অসাধারন গান।
উত্তরমুছুন