অঞ্জন দত্ত, জন্ম: জানুয়ারি ১৯, ১৯৫৩, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত। আরো জানতে
এই ব্লগটা অঞ্জনের গান প্রেমীদের জন্য। আমার হাতে এখন অফুরন্ত সময়, অঞ্জনের গান শুনছি, ভাবলাম লিখে রাখি, পড়া যাবে কিন্তু তাও হচ্ছেনা। পায়ের সাথে চোখের সমস্যায়ও ভুগছি। শুনে শুনে লেখা তাই ভুল থাকবেই, ক্ষমা চেয়ে নিচ্ছি।

ঘর

ছুটছে আমার ম্যাটাডোর, দিল্লী কিংবা বোম্বে রোড
আবার গাইতে হবে গান, কল্যাণী নয় বর্ধমান কুড়িয়ে বেড়াই সুখ্যাতি, একলাই আমি ব্যান্ডপার্টি
আমার মন করে কেবল কেমন কেমন
ঘর, ফেরা হয়নি আমার ঘর
চেনা হয়নি আমার ঘর
জানা হয়নি মনের মানুষটাকে


অবিশ্রান্ত ক্লান্ত দিন, সিগারেট আর ম্যাগাজিন
বাড়ছেনাতো বাজার দর, বাড়ছে শুধুই আড়ম্বর
হাত তালি গালাগালি, একি লাগে মুখগুলি
অন্ধকার হয়ে যায় যখন
ঘর, ফেরা হয়নি আমার ঘর
চেনা হয়নি আমার ঘর
জানা হয়নি মনের মানুষটাকে

আবার জানি আজ রাতে, নতুন কোন জলসাতে
নিজের গানের সব কথা, লাগবে আবার ছাপোষা

ছন্দে বাঁধা তাধিনতিন, শব্দ কিছু অর্থহীন
আমার মন করে কেবল কেমন কেমন
ঘর, ফেরা হয়নি আমার ঘর
চেনা হয়নি আমার ঘর

জানা হয়নি মনের মানুষটাকে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন