অঞ্জন দত্ত, জন্ম: জানুয়ারি ১৯, ১৯৫৩, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত। আরো জানতে
এই ব্লগটা অঞ্জনের গান প্রেমীদের জন্য। আমার হাতে এখন অফুরন্ত সময়, অঞ্জনের গান শুনছি, ভাবলাম লিখে রাখি, পড়া যাবে কিন্তু তাও হচ্ছেনা। পায়ের সাথে চোখের সমস্যায়ও ভুগছি। শুনে শুনে লেখা তাই ভুল থাকবেই, ক্ষমা চেয়ে নিচ্ছি।

টিভি দেখনা

ভাবী আর মা গেছে সিনেমা, তুমি একা
ভয় যদি হয় আছে টিভিটাকে খুলে ভুলে থাকা
মা গেছে বলে ঐ টিভিটাকে খুলে তুমি রেখনা
আমি বলি কী একটা চালাকি করে দেখনা
জানলা দিয়ে ঐ আকাশটাকে দেখ, টিভি দেখনা

রান্না আছে ঢাকা, তবু কান্না চেপে রাখা যাচ্ছেনা
বাকিরা হোটেলা রুল, তোমার কপালে চুল খিদে পাচ্ছেনা
রেগে গিয়ে টিভি খুলে, জোর করে সব ভুলে তুমি থেকনা
দেখ ডাকছে তোমায় বন্ধুরা আকাশ থেকে টিভি দেখনা
দেখ ডাকছে তোমায় সব্বাই আকাশ থেকে টিভি দেখনা

মেঘ থেকে ভাল্লুক মনে হয় নাকি তুমি দেখনি
তোমার হাতের ছায়া দিয়ে দেয়ালে একটা হরিণ নিয়ে খেলনি
খাটটাকে মাঠ ভেবে একটু উপুর হয়ে থাকনা
দেখ ডাকছে তোমায় আকাশটা টিভি দেখনা
দেখ ডাকছে তোমায় জানলা বাইরেটা টিভি দেখনা


ভাবী আর মা গেছে সিনেমা, তুমি একা
ভয় যদি হয় আছে টিভিটাকে খুলে ভুলে থাকা
মা গেছে বলে ঐ টিভিটাকে খুলে তুমি রেখনা
আমি বলি কী একটা চালাকি করে দেখনা
জানলার বাইরে আকাশটাকে দেখ, টিভি দেখনা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন