অঞ্জন দত্ত, জন্ম: জানুয়ারি ১৯, ১৯৫৩, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত। আরো জানতে
এই ব্লগটা অঞ্জনের গান প্রেমীদের জন্য। আমার হাতে এখন অফুরন্ত সময়, অঞ্জনের গান শুনছি, ভাবলাম লিখে রাখি, পড়া যাবে কিন্তু তাও হচ্ছেনা। পায়ের সাথে চোখের সমস্যায়ও ভুগছি। শুনে শুনে লেখা তাই ভুল থাকবেই, ক্ষমা চেয়ে নিচ্ছি।

Happy Birthday

এই গানটাও শুরু হয়েছিল একটা চিঠি দিয়ে, অ্যামেরিকার ম্যানহাটন শহরে একটা বারে বসে লেখা ইংরেজীতে। খুবই ব্যক্তিগত চিঠি। আমার সব অ্যালবামে দশ কিংবা এগারোটা করে গান থাকে, এবারেরটা রেকর্ড করতে গিয়ে দেখলাম, গান শর্ট পড়ছে। মাত্র আটটা, তাই ইংরেজী চিঠিটা জুড়ে দিলাম। আমার বিশ্বাস আপনারা যারা আমার গান শুনেন, বাংলা গানের অ্যালবামে ইংরেজী গান শুনে রেগে যাবেন না।

Chhonda I am writing this letter to you
from a manhattan pub and its twelve fifty two..
They've switched off the music and they're washing the glass,
got to return back to my hotel..
There's so many things that i want to say,
now that i 've come so far way..
All the wrong things i've done and all the wrong things i've said
what u mean to me today.
And i want to ask you how things are at home,
whether u miss me, what u cooked yesterday..
but this napkins is too small to fit in all that
and they have shut down the mall..

Outside the broadway it's cold and its blue
and my pocket is bury as the soles of my shoe..
I wish I could stay  here and talk about you
to the old man behind the bar..
I wish i could tell you what this day means to me,
wish i could write a fancy poetry,
but all I've written in the past half an hour
is a little "happy birthday to you".

I am sorry to be such awefull old man
I wish I could make u understand
but since I am so far, so far away from you
well a little "happy birthday to you"!


ছন্দা এই চিঠিটা লিখছি তোমায়,
একটা ম্যানহাটন বার থেকে রাত বারোটায়..
ওরা নিভিয়ে দিচ্ছে আলো, ধুয়ে ফেলছে গেলাস,
আবার সেই সস্তার হোটেল
আজ অনেক কিছুই বলতে চাইছি তোমায়,
বসে এই সুদূর আমেরিকায়,
রোজকার সেই একঘেয়ে মিথ্যে কথা নয়,
মনের ভেতর থেকে
ইচ্ছে করছে জানতে কাঁদছে কি মন?
কি করছে আমার কলকাতা এখন
কিন্তু ন্যাপকিনটা বড়ই ছোট ভেতরটা নীল,
আর পেন এর কালি ফুরিয়ে গেছে..
বাইরে ব্রডওয়ে ধোয়াশায় ভেজা,
ভেজা আমার ছেড়া জুতার শুকতলাটা,
আর পকেটেও মাত্র ডলার ছ'টা,
শেষ হুইস্কিটাও ফুরিয়ে গেছে..
আমি জানি আমি লোকটা সুবিধের নই,
সব ছেড়েছুড়ে বেড়াই ঘুরে বিদেশ-বিভূঁই..
তবু ন্যাপকিনটা আজ আমি পোস্ট করবই
নেশা কেটে যাওয়ার আগে..
ইচ্ছে ছিল লেখার তোমায় অনেক কথা
বড়সড় মানেওয়ালা কবিতা..
কিন্তু ঘন্টাখানেক ধরে শুধু একটাই কথা লিখেছি -
Happy Birthday to you........




অ্যালবামঃ অসময়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন