অঞ্জন দত্ত, জন্ম: জানুয়ারি ১৯, ১৯৫৩, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত। আরো জানতে
এই ব্লগটা অঞ্জনের গান প্রেমীদের জন্য। আমার হাতে এখন অফুরন্ত সময়, অঞ্জনের গান শুনছি, ভাবলাম লিখে রাখি, পড়া যাবে কিন্তু তাও হচ্ছেনা। পায়ের সাথে চোখের সমস্যায়ও ভুগছি। শুনে শুনে লেখা তাই ভুল থাকবেই, ক্ষমা চেয়ে নিচ্ছি।

বন্ধু তোমার

আকাশটা আজ বড়ই নীল
আজ আমায় পিছু ডেকো না
যে রং তোমার চোখে সামিল
সে চোখ ভিঁজিয়ে দিও না।
বন্ধু তোমার আমি তাই
অন্য দাবি রেখো না।
ডেকো নাা...


বন্ধুত্বের হয় না পদবি
বন্ধু তুমি কেঁদো না
বন্ধু সবুজ চিরদিন
বন্ধুত্বের বয়েস বাড়ে না।
বন্ধু তোমার আমি তাই
আত্মীয়তায় বেধো না।
কেঁদো না...


হয়তো তোমার আনলায়
থাকবে না আমার জামা
ঝুলবে না তোমার বারান্দায়
আমার পান্জাবি পা'জামা।
তবু মনের জানালায়
অবাধ আনাগোনা।
দু'জনা...


হঠাৎ চা'য়ের সুগন্ধে
হঠাৎ কোন বইয়ের পাতায়
হঠাৎ মনের আনন্দে
আপন মনে কবিতায়।
হঠাৎ খুজে পাওয়া সুখ
চার দেয়ালে বেঁধো না।
ধরে রেখ না...


আকাশ হয়ে যাবে ফ্যাকাসে
তবু আমাদের ঘুড়ি
উড়বে মনের আকাশে
অনন্ত ছেলেমানুষি।
সেই ছেলেমানুষিটাকে
অন্য নামে ডেকো না।
পিছু ডেকো না...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন