রুপালি পর্দাটাকে হাতছানি দিয়ে ডাকে রাজা
কতকত সুন্দরী ঠোঁটে রঙ মেখে বলে আজা মেরি জান আজা
চব্বিশ বছরের মন বড় চঞ্চল, স্বপ্ন এখনো তরতাজা
শুধু জুতোর শুকতলা ক্ষয়ে গেছে, ঘুরে ঘুরে স্টুডিও'র দরওয়াজা
একটা চান্স, দিয়ে দেখুননা
একটা সুযোগ, দিন আমায়
প্রমান করবো এই আঁকালে
বোম্বাই সব নয়, বেঁচে আছে বাংলা
বেঁচে আছে রাজা রায়,একটা ব্রেক, দিয়ে দেখুননা
একটা টেপ, দুটো নয়
প্রমান করবো, এই আঁকালে
বোম্বাই সব নয়, বেঁচে আছে বাংলা
বেঁচে আছে রাজা রায়
ক্লাস ফোর, জুতো চোর,
ইশকুল থেকে নাম বহুদিন হয়ে গছে কাট
মুখ বুঝে সয়ে নিতে হচ্ছে বাবার হোটেলের সব ঝঞ্ঝাট
সামান্য দোষ আছে, তালেবশ্যই তার, বাদবাকি সব ফিটফাট
তেললিন জামাটা ধুয়ে ধুয়ে ক্ষয়ে গেছে, চকচকে তবু অ্যালবাট
একটা চান্স, দিয়ে দেখুননাএকটা সুযোগ, দিন আমায়
প্রমান করবো, এই আঁকালে
বোম্বাই সব নয়, বেঁচে আছে বাংলা,
বেঁচে আছে রাজা রায়
একটা ব্রেক, দিয়ে দেখুননা
একটা টেপ, বেশি নয়
প্রমান করবো, এই আঁকালে
বোম্বাই সব নয়, বেঁচে আছে বাংলা
বেঁচে আছে রাজা রায়।
প্রতিশ্রুতি দেয় কতকত সহকারী
দেখি একটা সিগারেট দাও
আরেকটু মোটা হলে, এক্ষুনি হয়ে যেত
কেউ বলে না না রোগা হও,
কেউ বলে গোঁফ রাখ, কেউ শুধু বলে দেখ
কেউ বলে আচ্ছা দাড়াও
জন্মদিনের সিনে, হিরোর পিছনে
আউট অফ ফোকাসে কোথাও।
একটা চান্স, দিয়ে দেখুননা
একটা সুযোগ, দিন আমায়
প্রমান করবো, এই আঁকালে
বোম্বাই সব নয়, বেঁচে আছে বাংলা,
বেঁচে আছে রাজা রায়
একটা সুযোগ, দিন আমায়
প্রমান করবো, এই আঁকালে
বোম্বাই সব নয়, বেঁচে আছে বাংলা,
বেঁচে আছে রাজা রায়
একটা ব্রেক, দিয়ে দেখুননা
একটা টেপ, বেশি নয়
প্রমান করবো, এই আঁকালে
বোম্বাই সব নয়, বেঁচে আছে বাংলা
বেঁচে আছে রাজা রায়
মাঝ রাতে ঘুম ভেঙে যখন তখন পায় কান্না পায়
তবু স্বপ্ন দেখার এই ইচ্ছেটা কিছুতেই মরবার নয়,
পকেটেরর আঁধ খাওয়া সিগারেটে
যখন সে আবার আগুনটা ধরায়
কালো আকাশের ঐ রুপালী চাঁদটাকে
সিনেমারই গান গায়
একটা চান্স, দিয়ে দেখুননা
একটা সুযোগ দিন আমায়
প্রমান করবোই, এই আঁকালে
বোম্বাই সব নয়, বেঁচে আছে বাংলা,
বেঁচে আছে রাজা রায়
বোম্বাই সব নয়, বেঁচে আছে বাংলা,
বেঁচে আছে রাজা রায়
একটা ব্রেক, দিয়ে দেখুননা
একটা টেপ, দুটো নয়
প্রমান করবো, এই আঁকালে
বোম্বাই সব নয়, বেঁচে আছে বাংলা
বেঁচে আছে রাজা রায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন