অঞ্জন দত্ত, জন্ম: জানুয়ারি ১৯, ১৯৫৩, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত। আরো জানতে
এই ব্লগটা অঞ্জনের গান প্রেমীদের জন্য। আমার হাতে এখন অফুরন্ত সময়, অঞ্জনের গান শুনছি, ভাবলাম লিখে রাখি, পড়া যাবে কিন্তু তাও হচ্ছেনা। পায়ের সাথে চোখের সমস্যায়ও ভুগছি। শুনে শুনে লেখা তাই ভুল থাকবেই, ক্ষমা চেয়ে নিচ্ছি।

নিয়ে যা নিয়ে যা

নিয়ে যা নিয়ে যা,  ভাসিয়ে নিয়ে যা আমায়
নতুন দিনের নতুন ভাষায়
দিয়ে যা, দিয়ে যা, আরো একটা নতুন গান আমার এ পুরনো কলকাতায়

পঁচা ফুলের গন্ধে ভরে গেছে এ বাসর
মিথ্যে কথার রঙ মেখে সং সাঁজারে আসর
ঝাপসা হয়ে যাচ্ছে আমার সকাল সন্ধ্যে মনের ভেতর
নিজের কাছে নিজেই নিরুপায়
ফেলে রেখে পিছুটানের মায়া, গুন ধরা চৌকাঠ
ভুলো গিয়ে শুধু ভুলে ভরা ব্যথার বাজার হাট
ভুলতে আমি রাজি আমার বোতামবিহিন শার্ট
একটা নতুন গানের ইশারায়

হাতটা বুকে রেখে বলো ভালো আছো কী
ভালো থাকার জন্য কত নানান চালাকি
খারাপ ভালো এলোমেলো করিয়ে দিয়ে যাওয়ার মতো
একটা নতুন গান আমার চাই
নেই যে আর এখানে কিছুই হারাবার আমার
বস্তা পঁচা রাগ রাগিনীর সস্তা এ বাজার
একটা ক্ষ্যাপা মন মাত্র ছ'টা তার
পারে কেবল বাঁচাতে আমায়



অ্যালবাম: কেউ গান গায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন