স্কুলের গেটের বাইরে দাড়িয়ে মেয়েটা
ছেলেটা দৌড়ে দৌড়ে এসে হাঁপায়
স্কুলের বাসটা হর্ণ দিয়ে যায় তিনবার
মেয়েটা দৌড়ে দৌড়ে চলে যায়
স্কুলের ব্যাগটা কাঁধে তুলে নিয়ে ছেলেটা
হাপাতে হাপাতে আবার হাটা দেয়
বাসের ভেতর জানলার কাছে ঝাপসা
মেয়েটার আবার কান্না পায়
আরো দুটো ছেলে মেয়ের বয়েস বেড়ে যাবে
আরো দুটো দিনের অবসান
আমার ছেলে মানুষিটা আঁকড়ে ধরে রেখে
লিখবো আমি ভালবাসার গান
মেয়েটারও নেই বাড়িতে টেলিফোন
দুজনেরই নেই নিয়ম ভাঙার বয়েস
তবু দুজনেরই আছে নিয়ম ভাঙার মন
ছেলেটার আছে বুক পকটে চিঠি
প্রথম প্রেমের বানান ভুল
মেয়েটার আছে যত্ন করে রাখা
খাতারর ভেতর চ্যাপ্টা গোলাপ ফুল
ছেলেটার নেই ভবিষ্যতের ভাবনা
মেয়েটারও নেই দাবী দাওয়া কোন
দাম্পত্যের শক্ত মানেটা
তারা দুজনেই জানেনা এখনো
শুধু একটিবারের জন্য একটু দেখা
ছুটি হয়ে গেলে দুজনেরর স্কুল
নেই যে তাদের আর কোন চাওয়া পাওয়া
শুধু খাতার ভেতর চ্যাপ্টা গোলাপ ফুল
আরো কত ছেলে মেয়ের বয়েস বেড়ে যাবে
আরো কত দিনের অবসান
আমার ছেলে মানুষি মন আকড়ে ধরে রেখে
আরো একটা ভালবাসার গান
অ্যালবাম: কেউ গান গায়
অসাধারণ
উত্তরমুছুন