অঞ্জন দত্ত, জন্ম: জানুয়ারি ১৯, ১৯৫৩, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত। আরো জানতে
এই ব্লগটা অঞ্জনের গান প্রেমীদের জন্য। আমার হাতে এখন অফুরন্ত সময়, অঞ্জনের গান শুনছি, ভাবলাম লিখে রাখি, পড়া যাবে কিন্তু তাও হচ্ছেনা। পায়ের সাথে চোখের সমস্যায়ও ভুগছি। শুনে শুনে লেখা তাই ভুল থাকবেই, ক্ষমা চেয়ে নিচ্ছি।

রুবিনা রুপারেল

আসছি আমি রুবিনা
ভয় নেই কোনো আর
মানবো না আর শাসন
তোমার বাবা মা'র,
দরজা ভেঙে দিয়ে
তোমায় নিয়ে পালিয়ে
কাটাবো আজ সারাটা বিকেল

আগে অ্যাকোয়া জাভা
তারপর সিনেমা
চাইলে চিড়িয়াখানা
চাইলে নিকোপার্ক,
যত ইচ্ছে পিজ্জা
যত ইচ্ছে পেপসি
বেশি খিদে পেলে গ্র্যান্ড হোটেল

বিনা বিনা বিনা বিনা
রু বিনা বিনা বিনা বিনা
যাবে কি যাবে না
রুবিনা রুপারেল

আমার ক্লাস সেভেনের
জানলা পেরিয়ে
তুমি বসে বসে
ক্লাস ইলেভেনে,
কি যে হিজিবিজি
লিখে যাও সারাদিন
খেয়াল থাকেনা ছুটির বেল.
তোমার জন্য মনটা আমার
করে যে কেমন
একা একা বসে তুমি
টিফিন খাও যখন,
চলো যাই চলে এই
শহরটাকে ফেলে
চলো যাই ধরি তুফান মেল

বিনা বিনা বিনা বিনা
রু বিনা বিনা বিনা বিনা
যাবে কি যাবে না
রুবিনা রুপারেল

কিন্তু ঘরের দরজা
বন্ধ করে মা
ঘন্টা খানেক হলো
গ্যাছে যে বাজার,
সারা বিকেলটা
এই বন্দী থাকতে হবে
অ্যালজেবরাতে করেছি যে ফেল,
ঘরের দরজা বন্ধ হলেও
মনটা যে খোলা
চোখটা বুঝে ফেললে
কেউ আটকাতে পারবেনা,
মনে মনে তাই চলো
পালিয়ে চলে যাই
ইস্তাম্বুল কিংবা ইজরায়েল

বিনা বিনা বিনা বিনা
রু বিনা বিনা বিনা বিনা
যাবে কি যাবে না
রুবিনা রুপারেল




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন