অঞ্জন দত্ত, জন্ম: জানুয়ারি ১৯, ১৯৫৩, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত। আরো জানতে
এই ব্লগটা অঞ্জনের গান প্রেমীদের জন্য। আমার হাতে এখন অফুরন্ত সময়, অঞ্জনের গান শুনছি, ভাবলাম লিখে রাখি, পড়া যাবে কিন্তু তাও হচ্ছেনা। পায়ের সাথে চোখের সমস্যায়ও ভুগছি। শুনে শুনে লেখা তাই ভুল থাকবেই, ক্ষমা চেয়ে নিচ্ছি।

ক্যালসিয়াম


ডাক্তার বলছে ক্যালসিয়ামটা কম
টিউটর বলছে অংকটা কমজুরি
ছোট'কা বলছে দুচ্ছাই নেই তোর দম
ঠাম্মা বলছে আঁচার গেছে চুরি
পিসি বলছে বকে গেছে হিন্দি ছবি দেখে
দিদি বলছে ভীষন আনস্মার্ট
দাদু বলছে সময়টাই গোলমেলে করবে কী
জ্যাঠা বলছে পেঁদিয়ে উল্কাট
চাঁদের বাতি বলছে আয়
ছুটে আয় খালি পায়
আকাশ বলছে গলা খুলে গা
দুপুর বলছে কান্না পেলে
ছাদে উঠে গিয়ে
সবাই যা বলঝে ভুলে যা

মা বলছে দুধটা একদম মুখে তুলছেনা
হরলিক্স বলছে এমনি এমনি খাও
আন্টি বলছে আগে এত কেয়ারলেস ছিলনা
বাবা বলছে জাহান্নামে যাও
পাশের বাড়ির বৌদি বলছে আঁকার স্কুলে দিন না
মামা বলছে স্পোকেন ইংলিশ উইক
দাদু বলছে সময়টাই গোলমেলে করবে কী
জ্যাঠা বলছে পেঁদালেই সব ঠিক

সুমন বলছে পারো যদি অন্য ছবি এঁকো
টিনটিন বলছো চলো অ্যান্টার্কটিকা
টিভি বলছে বলো আই এ্যাম এ্যা কম্প্লেন বয়
অঞ্জন বলছে টিভি দেখোনা
টকসেটাই বা কেন লেখা বন্ধ করে দিল
ফেলুদা কিছুই বলছে না
দাদু বলছে সময়টাই গোলমেলে করবে কী
জ্যাঠা বলছে পেঁদালেই সোজা
ছাদের পাচিল বলছে আয়
ছুটে আয় খালি পায়
আকাশ বলছে গলা খুলে গা
দুপুর বলছে কান্না পেলে
ছাদে উঠে গিয়ে
সবাই যা বলঝে ভুলে যা

জিগির ব্যাম জিগির ব্যাম জিগির ব্যাম ব্যাম বো

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন