অঞ্জন দত্ত, জন্ম: জানুয়ারি ১৯, ১৯৫৩, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত। আরো জানতে
এই ব্লগটা অঞ্জনের গান প্রেমীদের জন্য। আমার হাতে এখন অফুরন্ত সময়, অঞ্জনের গান শুনছি, ভাবলাম লিখে রাখি, পড়া যাবে কিন্তু তাও হচ্ছেনা। পায়ের সাথে চোখের সমস্যায়ও ভুগছি। শুনে শুনে লেখা তাই ভুল থাকবেই, ক্ষমা চেয়ে নিচ্ছি।

কুয়াশা

দূর থেকে ভেসে ভেসে আসা
অদ্ভূৎ সেই গান পাহাড়ি ভাষা
হারিয়ে গেল ছেলেবেলা, কুয়াশা
ছিল সবুজ এক ঠিকানা
খাঁদের ধারে আস্তানা
তোমার খয়েরি চুলের গন্ধ আর কুয়াশা

আজ আমি বড় হয়ে গেছি
নিজের ঘর নিজেই বেধেছি
তবু মনের ভেতর কোথায়, কুয়াশা
খোঁজে ফিরি সেই তোমাকে
তোমার মনে যদি থাকে
দেখা হবে যেন ঠিক আবার, কুয়াশা


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন