অঞ্জন দত্ত, জন্ম: জানুয়ারি ১৯, ১৯৫৩, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত। আরো জানতে
এই ব্লগটা অঞ্জনের গান প্রেমীদের জন্য। আমার হাতে এখন অফুরন্ত সময়, অঞ্জনের গান শুনছি, ভাবলাম লিখে রাখি, পড়া যাবে কিন্তু তাও হচ্ছেনা। পায়ের সাথে চোখের সমস্যায়ও ভুগছি। শুনে শুনে লেখা তাই ভুল থাকবেই, ক্ষমা চেয়ে নিচ্ছি।

স্যামসন

জ্বলছে নিভছে নিয়নের বিগ্গাপন
বৃষ্টিতে ভিঁজে গেছে রাস্তা, ভেঁজা ভেঁজা মন
লাস্ট ট্রাম ধরে ঘরে ফিরবে আবার স্যামসন
সাথে নিয়ে সঙ্গী শুধুই স্যাক্সোফোন
পাঁচতারা হোটেলের বাঁজনাওয়ালা ফিরে ঘর
এঁদো গলি সিড়ি ভেঙে স্যাঁতসেঁতে ছাদের উপর
 সস্তা মদে গেছে বিছানাটা ভিঁজে ধুয়ে মুছে গেছে যৌবন
স্যামসন আর তার সঙ্গী  স্যাক্সোফোন
এইভাবে খুন হয়ে যায় কত কত স্যামসন
হোটেলের কোণে খুন হয় কত কত স্যামসন
গোগ্রাসে গিলে চলে শহরটা, দেয় নাকো কান
এইভাবে খুন হয়ে যায় কত জীবনের গান

ডিলাইলা এসেছিল জীবনে একবার
দু'দিনের প্রেম গেছে দু'দিনে ভেঙ্গে চুরমার
বেচে নিয়ে চলে গেছে অন্য আরেকজন
ফেলে রেখে স্যামসন আর তার স্যাক্সোফোন
ক্রুশবিদ্ধ যিশু ক্যালেন্ডার থেকে কাঁদে
তারই মতো স্যামসন আটকে পড়েছে এক ফাঁদে
সস্তা হিন্দি সুর বাঁজিয়েই যেতে হবে এইভাবে যাবৎ জীবন
হোটেলের কোণে আলো আঁধারী নির্বাসন

আসবেনা ডিলাইলা কোনদিন বাঁচাতে তাকে
এইভাবে পঁচে গলে পাঁচতারা নরকে
নিঃশেষ হয়ে যাবে একদিন দু'জন
স্যামসন আর তার সঙ্গী স্যাক্সোফোন
ফুসফুসে লুকোনো আছে কত কত গান
জানবেনা কেউ সেই স্যাক্সোফোনের অভিমান
শুধু মাঝরাতে আকাশের চাঁদটা ঘুম ভেঙ্গে উঠে
শুনবে স্যামসনের সেই স্যাক্সোফোন 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন