অঞ্জন দত্ত, জন্ম: জানুয়ারি ১৯, ১৯৫৩, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত। আরো জানতে
এই ব্লগটা অঞ্জনের গান প্রেমীদের জন্য। আমার হাতে এখন অফুরন্ত সময়, অঞ্জনের গান শুনছি, ভাবলাম লিখে রাখি, পড়া যাবে কিন্তু তাও হচ্ছেনা। পায়ের সাথে চোখের সমস্যায়ও ভুগছি। শুনে শুনে লেখা তাই ভুল থাকবেই, ক্ষমা চেয়ে নিচ্ছি।

বয়স আমার বারো তাই

বয়স আমার বারো তাই
রোজ দুটো টাকা পাই
একা রাস্তায় হাটতে পারি
বাড়ি স্কুল আবার বাড়ি

বাসে বড্ড ভীর মশাই
হাটতে হচ্ছে আমায় তাই
বেঁচে যাচ্ছে বাসের ভাড়া
টিফিন টাইমে ঝাল পেয়ারা

যাচ্ছি একটু পার্কটা ঘুরে
পেঠ কাটিটা যাচ্ছে পুড়ে
দে তো একবার তোর লাটাই টা
তেড়ে যাবো কাঠটা

আরো দুটো লেম্পোস্ট বাকি
এবার ঘন্টা পড়বে নাকি
একটু জিরিয়ে নিই
পাচ্ছে হিসি করবো কী

সূর্যটা আজ সকাল থেকে
দিচ্ছে বেগড়া থেকে থেকে
যাচ্ছে সব আমার গুলিয়ে
অংকের খাতা এসেছি ফেলে
তবু যেতে হচ্ছে স্কুলে



অ্যালবাম: কেউ গান গায়

1 টি মন্তব্য: