অঞ্জন দত্ত, জন্ম: জানুয়ারি ১৯, ১৯৫৩, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত। আরো জানতে
এই ব্লগটা অঞ্জনের গান প্রেমীদের জন্য। আমার হাতে এখন অফুরন্ত সময়, অঞ্জনের গান শুনছি, ভাবলাম লিখে রাখি, পড়া যাবে কিন্তু তাও হচ্ছেনা। পায়ের সাথে চোখের সমস্যায়ও ভুগছি। শুনে শুনে লেখা তাই ভুল থাকবেই, ক্ষমা চেয়ে নিচ্ছি।

ববডিলানের গান

আমি চাইনা তোমার সাথে লড়তে
চাইনা তোমার মাথায় উঠে চড়তে
চাইনা তোমাকে ভাঙতে কিংবা গড়তে
চাইনা তোমাকে করতে ব্যবহার
চাইনা তোমাকে পড়াতে কিংবা খেলতে
চাইনা তোমাকে পাড়তে কিংবা ফেলতে
নেভাতে কিংবা জ্বালতে কিংবা পুষতে কিংবা পালতে
একটা বন্ধু হবে কী বলো তুমি আমার
শুধু বন্ধু হবে কী বলো তুমি আমার
একটা বন্ধু হতে কী পারবে তুমি আমার
আমি চাইনা তোমাকে ঝাটাতে কিংবা বেকাতে
কাচাতে কিংবা পাকাতে কিংবা ঠকাতে
চাইনা তোমাকে ভীষন কিছু শেখাতে
নেই যে আমার কিছুই শেখাবার
চাইনা তোমাকে বাড়াতে কিংবা কমাতে
তোমার হৃদয় গলাতে কিংবা জমাতে
হবেনা তোমাকে কোন মতেই আমার মতো হতে
একটা বন্ধু হবে কী বলো তুমি আমার
শুধু বন্ধু হবে কী বলো তুমি আমার
একটা বন্ধু হতে কী পারবে তুমি আমার

চাইনা তোমাকে আমি বেঁধে রাখতে
চাইনা তোমার মনের ছবি আঁকতে
চাইনা তোমাকে খুলতে কিংবা বাঁধতে
তোমার পিছু ডাকতে বারবার
চাই যে তুমি নিজের পথেই চলো
নিজের মতটা নিজেই খুলে বলো
বয়স তোমার যতই হোকনা সত্তর কি ষোল
একটা বন্ধু হবে কী বলো তুমি আমার
শুধু বন্ধু হবে কী বলো তুমি আমার
একটা বন্ধু হতে কী পারবে তুমি আমার

অ্যালবাম: কেউ গান গায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন